একাংশের যাত্রী সুবিধা থাকলেও শহরে যানজটের মত সমস্যার কারণ টোটো। সেই দিক থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে টোটো। টোটো নিয়ে খুব শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে। পরিবহন দফতরের নির্দেশিকা মেনে টোটোকে কীভাবে ই-রিক্সায় পরিণত করা যায় সে বিষয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। তবে খুব শ্রীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহের আশ্বাস দেওয়া হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়ে বিরাট ব্যবস্থা, লাখ-লাখ পরীক্ষার্থীর জন্য বড় খবর
হাওড়ার বালিটিকুরী নবজাগরণ সংঘে হাওড়া সিটি পুলিশের ও শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি’ র উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচী। সেখানেই উপস্থিত হয়ে এমন কথাই বললেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী। তিনি বলেন হাওড়া শহরে কতগুলি টোটো চলছে তা কাউন্ট করা হয়েছে।
আরও পড়ুন: আর কিছুতেই ফাঁস হবে না মাধ্যমিকের প্রশ্নপত্র! এমন ব্যবস্থা করল পর্ষদ, প্রশ্নফাঁস অসম্ভব
এই নিয়ে পূর্বের জেলাশাসকের সঙ্গে একটি বৈঠক হয়েছে। অবৈধ টোটো কারখানা ও চালক সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা। খুব শ্রীঘ্রই পরিবহণ দফতরের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে। জানান পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী।
প্রসঙ্গত হাওড়া শহরে বিভিন্ন রাস্তায় টোটোর সংখ্যা বেড়েছে। কম দূরত্বে যাতায়াত সমস্যা কম হয়েছে। তবে সমস্যা বেড়েছে যানজটের। তবে বহু যুবক টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। উভয় দিক গুরুত্ব রেখে প্রশাসনের সিদ্ধান্ত কি হয় সেদিকে তাকিয়ে মানুষ। রাকেশ মাইতি