যারা জানেন তারা নিয়মিতই আসেন হলদিয়ায়। আসেন হলদি তীরে। আসলেই দেখতে পাবেন এই শিল্প নগরীটি প্রকৃতির বিচিত্র নিসর্গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানেই বিরাজমান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্যামলিম প্রকৃতি, মাটি-নদী, নদীর জলে জীবনানন্দের কবিতার ছায়াময় উদাসীনতা আর হলদিয়ার মাঠঘাটে বাংলার অপরূপ রূপ।
advertisement
ভ্রমণপিপাসু পর্যটকরা চাইলেই হলদিয়ার উষ্ণ আতিথ্যের পরশ পেতে পারেন। বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই বন্দর শহরটির কন্ঠহার রূপনারায়ন এবং হলদির মতো দুই নদীর মিলনস্থল হুগলি নদী। এই তিন নদীর জল একরকম সাতনরী হারের মতো ঘিরে রেখেছে হলদিয়াকে। একইসঙ্গে প্রাকৃতিক ঐশ্বর্য আর শিল্প সম্ভাবনার আশ্চর্য সহাবস্থান এই হলদিয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নদীর পাড়ে দাঁড়িয়ে নৌকা দেখা, জাহাজ দেখা। হলদিয়া ঘুরে মহিষাদল, গেঁওখালি, দিঘা, মান্দারমনিও ঘুরে আসা যাবে। হলদিয়া আসতে চাইলে খুব সহজেই আসা যায়। কলকাতা থেকে বাস বা ট্রেনে চেপে আসা যায়। থাকার জন্যও সরকারি, বেসরকারি অনেক হোটেলই রয়েছে এখানে। খরচও সাধ্যের মধ্যে।