দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ বিদেশের থেকেও সমাগম ঘটে অসংখ্য বিদেশি পর্যটকের। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি নবদ্বীপ শহর-মায়াপুর, ও নবদ্বীপ ব্লকের অসংখ্য মঠ মন্দিরে কোথাও একমাস ব্যাপী, কোথাও ১৫ দিন ব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দোল উৎসবে।
আরও পড়ুন- শাবাশ ক্যাপ্টেন! রোহিত শর্মা প্রাণ বাঁচালেন একজনের! জীবনটাই চলে যেত! ভয়াবহ ঘটনা
advertisement
পাশাপাশি নবদ্বীপে রয়েছে অসংখ্য মসজিদও। আর এই সময়ে দোল উৎসবের পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীদেরও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আর এই সকল অনুষ্ঠানগুলোকে নির্বিঘ্নে ও সুষ্ঠ ভাবে করার লক্ষ্যে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে নবদ্বীপ থানা প্রাঙ্গনে আয়োজন করা হয় এক সমন্বয় সভার। এদিনের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি, ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা ও রেল, দমকল-সহ বিভিন্ন দফতরের আধিকারিক-সহ বিভিন্ন মঠ মন্দিরের অধ্যক্ষ,কর্মকর্তা, একাধিক মসজিদের ইমাম সাহেবরা। সকলেই তাদের অনুষ্ঠান সূচী তুলে ধরে ও প্রশাসনের সাহায্যের আবেদনও করেন।
প্রশাসনের তরফে জানানো হয়, প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন পদক্ষেপ নেবে প্রশাসন, কিছু কিছু রাস্তা বা পথে করা হবে নো এন্ট্রি। কিছু রাস্তায় করা হবে ওয়ান ওয়ে। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে দোল উৎসবকেও নির্বিঘ্নে ও সুষ্ঠ ভাবে করতে কৃষ্ণনগর পুলিশ জেলা-সহ নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন যে বদ্ধপরিকর, তা বলাই বাহুল্য।
Mainak Debnath