Birbhum News: বীরভূমে এবার বিরাট চমক! ৫৫ ফুটের কালী প্রতিমায় উপচে পড়ছে দর্শনার্থীদের ঢল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: ২৬ বছরের ঐতিহ্য অটুট রেখে বান্ধব সমিতির বিশাল প্রতিমায় মেতে উঠেছে গোটা বীরভূম, সঙ্গে সাত দিনের মেলা ও সাংস্কৃতিক উৎসব।
advertisement
1/5

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: নিজেদের বিশেষ পরিচিতিকে অক্ষুন্ন রেখে এ বছরও ৫৫ ফুটের কালীপ্রতিমার পুজোয় মেতে উঠেছে সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরের বান্ধব সমিতি। বিশালাকার প্রতিমা দেখার জন্য এখন থেকেই পুরন্দরপুর মুখরিত হাজার হাজার মানুষে। সিউড়ি শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই প্রতিমা দর্শনে।
advertisement
2/5
বান্ধব সমিতির মাঠজুড়ে বসেছে বড় মেলা। সাত দিন ধরে চলছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, নাগরদোলা, আলোকসজ্জা ও নানা দোকানপাটের রমরমা। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। মেলা ঘিরে উৎসবের আবহে এখন গোটা পুরন্দরপুর।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
ক্লাবের সহ-সভাপতি অশ্বিনী মণ্ডল জানান, 'এক সময় ছোট আকারের প্রতিমাতেই কালীপুজো করতাম। প্রায় ২৬ বছর আগে ক্লাবের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেন, বড় আকারের কালী প্রতিমা গড়া হবে। সেই থেকেই এই পুজোই আমাদের পরিচয়।'ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
এ বছর মুকুট-সহ কালী প্রতিমার উচ্চতা প্রায় ৫৫ ফুট, আর সেই বিশাল প্রতিমার জন্য তৈরি হয়েছে ৬৫ ফুট উঁচু মণ্ডপ। মায়ের হাতে অস্ত্র, আর পেছনে আলোকমালার ঝলক। যেন জীবন্ত রূপে মহাশক্তির অবতারণা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
অশ্বিনীর কথায়, 'বীরভূম তো বটেই, জেলার বাইরের বহু মানুষও আমাদের বড় কালীর জন্য পুরন্দরপুরকে আলাদা করে চেনেন। সেই ঐতিহ্য বজায় রেখে সাধারণ মানুষকে আনন্দ দেওয়াই আমাদের উদ্দেশ্য।' দর্শনার্থীদের জন্য প্রশাসনের তরফে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাতের বেলায় আলোকমালায় ঝলমল করছে পুরো এলাকা, যেন আলোকসাগরে ভাসছে ৫৫ ফুটের মহাকালী।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বীরভূমে এবার বিরাট চমক! ৫৫ ফুটের কালী প্রতিমায় উপচে পড়ছে দর্শনার্থীদের ঢল