শাবাশ ক্যাপ্টেন! রোহিত শর্মা প্রাণ বাঁচালেন একজনের! জীবনটাই চলে যেত! ভয়ঙ্কর ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rohit Sharma saves Sarfaraz Khan from injury: এই না হলে ক্যাপ্টেন! এক ক্রিকেটারের প্রাণ বাঁচিয়ে দিলেন রোহিত শর্মা। মাঠে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। জীবন নিয়ে টানাটানি হতে পারত এই ভারতীয় ক্রিকেটারের।
কলকাতা: টেস্ট ক্রিকেটে স্পিনাররা অনেক সময় শর্টে ফিল্ডিং সাজান। ফরোয়ার্ড শর্ট লেগ, সিলি পয়েন্টে ফিল্ডিং সেট করা হয়। ওই সব পজিশনে ফিল্ডিং করাটা বেশ চাপের।
ব্যাটারদের সামনে দাঁড়িয়ে ফিল্ডিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই তখন ফিল্ডারদের বাড়তি সতর্কতাও অবলম্বন করতে হয়। অনেক সময় স্পিনারদের লুজ ডেলিভারিতে ব্যাটাররা জোরে শট খেলতে চান। তখন বল এসে লাগতে পারে ক্লোজে দাঁড়ানো ফিল্ডারের শরীরের যে কোনও অংশে।
টিম অধিনায়ক রোহিত শর্মার সতর্কবার্তার ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। সরফরাজ খান ইংল্যান্ড ব্যাটারের সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তাও আবার হেলমেট না পরে!
advertisement
advertisement
আরও পড়ুন- ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই বড় সুখবর পেল টিম ইন্ডিয়া,সামনে আরও বড় টার্গেট
রোহিত তখন সরফরাজকে বলেন, হিরো হওয়ার প্রয়োজন নেই। সেই পরামর্শ শুনে শেষমেশ সরফরাজ হেলমেট পরেন। কয়েকদিন বাদেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সরফরাজ খান। বল এসে লাগে তাঁর মাথায়। ভাগ্যিস হেলমেট পরে ছিলেন তিনি। বল বেশ জোরেই এসে লাগে হেলমেটে।
advertisement
অস্ট্রেলিয়ার ফিল হিউজেসের স্মৃতি এখনও বহু মানুষের মনে টাটকা। মাথার পিছন দিকে বল লাগায় মাঠেই প্রাণ হারান তিনি। এদিন সরফরাজের হেলমেটে বল এসে যতটা জোরে লাগে, তাতে যে কোনও অঘটন ঘটতে পারত। ঘটতে পারত বড় দুর্ঘটনা।
And that’s why Rohit Bhai said “Hero banne ki zaroorat naheen hai” pic.twitter.com/41tsvFUXrg
— Vishal Misra (@vishalmisra) March 9, 2024
advertisement
আরও পড়ুন- কোহলিদের ছুটি আটকাতে নতুন ‘কায়দা’! টাকার থলি নিয়ে হাজির বোর্ড, বড় সিদ্ধান্ত
শনিবার টিম ইন্ডিয়া এক ইনিংস এবং ৬৪ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট জিতেছে। সিরিজ রোহিত শর্মারা জিতেছেন ৪-১ ফলে। ওই জয়ের কিছুক্ষণ আগেই সরফরাজের সঙ্গে এমন ঘটনা ঘটে। রোহিত শর্মার পরামর্শ মেনে নিয়েছিলেন বলে বেঁচে যান সরফরাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 3:59 PM IST