বিরাট কোহলিদের ছুটি আটকাতে নতুন 'কায়দা'! টাকার থলি নিয়ে হাজির বোর্ড, বড় সিদ্ধান্ত

Last Updated:

Bcci Test cricket incentive scheme: এবার ক্রিকেটারদের ছুটি আটকাতে নতুন পথ নিল বিসিসিআই। তবে তাতে আখেরে লাভ হল ক্রিকেটারদেরই। এবার থেকে টেস্ট খেললে আরও বেশি টাকা পাবেন ভারতীয় ক্রিকেটাররা।

বিসিসিআইয়ের বড় সিদ্ধান্ত। মালামাল হবেন ক্রিকেটাররা।
বিসিসিআইয়ের বড় সিদ্ধান্ত। মালামাল হবেন ক্রিকেটাররা।
মুম্বই: টি২০, ওয়ানডে, আইপিএল হলে কোনও সমস্যা নেই। কিন্তু টেস্ট আর ঘরোয়া ক্রিকেট খেলার সময় যত সমস্যা! ভারতের একাধিক ক্রিকেটার টেস্ট বা ঘরোয়া ক্রিকেটে খেলার সময়ই ছুটি নিতে চান। তাও আবার বিভিন্ন কারণ দেখিয়ে!
এবার ক্রিকেটারদের ছুটি আটকাতে নতুন পথ নিল বিসিসিআই। তবে তাতে আখেরে লাভ হল ক্রিকেটারদেরই। এবার থেকে টেস্ট খেললে আরও বেশি টাকা পাবেন ভারতীয় ক্রিকেটাররা।
টেস্ট ক্রিকেট খেলা খেলোয়াড়দের জন্য বড় ঘোষণা করেছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। ভারতীয় দলের জয়ের পরই একটি পোস্ট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।
advertisement
advertisement
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ ঘোষণা করেছেন। ম্যাচ ফি-র উপরে অতিরিক্ত পুরষ্কার পাবেন ক্রিকেটাররা।
আরও পড়ুন- ৫ ভারতীয় তারকার অবসর! শেষবারের মতন নামবেন মাঠে? মন ভাঙতে চলেছে ফ্যানেদের
২০২২-২৩ মরসুম থেকে ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ চালু হবে। টেস্ট ম্যাচের জন্য ম্যাচ ফি-র উপরে একটি অতিরিক্ত পুরষ্কার থাকবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ঘোষণা করেছেন এই স্কিম। ওয়ারিবহাল মহল বলছে, মূলত ক্রিকেটারদের ছুটি আটকাতেই এই পদক্ষেপ।
advertisement
বিসিসিআই একটি মরসুমে সাত বা তার বেশি টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি ম্যাচের ফি বর্তমানে ১৫ লাখ টাকা। তা বাড়িয়ে ৪৫ লাখ টাকা করা হয়েছে।
৫০ শতাংশ ম্যাচে প্লেয়িং-১১-এ অংশ নেওয়া খেলোয়াড়রা প্রতি ম্যাচে মোট ৩০ লাখ টাকা পাবেন। একই সংখ্যক ম্যাচে দলের অংশ হিসেবে থাকা খেলোয়াড়রা প্রতি ম্যাচে ১৫ লাখ টাকা পাবেন।
advertisement
আরও পড়ুন- দীপ্তির হ্যাটট্রিক, গ্রেস হ্যারিসের ম্যাচ উইনিং ওভার, দিল্লিকে ১ রানে হারাল ইউপি
কোনো খেলোয়াড় ৫০ শতাংশের কম ম্যাচ খেললে তিনি ইনসেন্টিভ পাবেন না। প্রতি ম্যাচে শুধুমাত্র ম্যাচ ফি হবে ১৫ লাখ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট কোহলিদের ছুটি আটকাতে নতুন 'কায়দা'! টাকার থলি নিয়ে হাজির বোর্ড, বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement