IPL 2024: ৫ ভারতীয় তারকার অবসর! শেষবারের মতন নামবেন মাঠে? মন ভাঙতে চলেছে ফ্যানেদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Indian Cricketers May Announce Retirement After IPL 2024: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তবে এবারের আইপিএস শুরু হওয়ার আগে মন খারাপ ক্রিকেট প্রেমিদের। কারণ এই আইপিএলের পরই অবসর গ্রহণ করতে পারেন একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার।
advertisement
এমএস ধোনি: বয়স ৪২ পেরিয়েছে। এই বয়সে হাঁটুর অস্ত্রোপচারের পর বেশিদিন ক্রিকেট খেলা সম্ভবও নয়। ২৫০টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমনিতেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন সিএসকে অধিনায়ক। চেন্নাইয়ের মাঠে আইপিএল খেলেই বিদায় নিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলকে ২০০৮ সাল থেকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ৫ বারের চ্যাম্পিয়ন। এছাড়া প্রতিযোগিতার অন্যতম সেরা ম্যাচ ফিনিশারও ধোনি।
advertisement
দীনেশ কার্তিক: বয়স ৩৮ পেরিয়েছে। ২০২২ আইপিএল ভাল গেলেও গতমরসুমে আরসিবির হয়েও ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু শুধু আইপিএল খেলে ফর্ম ধরে রাখাটা মুশকিল। যে সমস্যায় ভুগছেন ধোনিও। আইপিএলে ২৪২ ম্যাচে ৪৫১৬ রান করেছেন। ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবেও কাজ শুরু করেছেন ডিকে। তাই এবারই কার্তিকের শেষ আইপিএল হতে পারে।
advertisement
advertisement
advertisement