North 24 Parganas News : স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় ফাটাফাটি ব্যবস্থা! কেন্দ্রের জোড়া সার্টিফিকেট পেল 'এই' পুরসভা

Last Updated:
North 24 Parganas News : স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, সব দিকেই একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি পুরসভা জোড়া স্বীকৃতি পেয়েছে।
1/6
স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিচ্ছন্নতা — সব দিকেই একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি শহরের UPSC-3 হেলথ সেন্টার রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের National Quality Assurance Standards (NQAS) পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে। এই হেলথ সেন্টার ৯৩% নম্বর পেয়ে রাজ্যের অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, সব দিকেই একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি শহরের UPSC-3 হেলথ সেন্টার রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের National Quality Assurance Standards (NQAS) পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে। এই হেলথ সেন্টার ৯৩% নম্বর পেয়ে রাজ্যের অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। <strong>(ছবি ও তথ্য জুলফিকার মোল্যা)</strong>
advertisement
2/6
NQAS পরীক্ষায় এই সাফল্য প্রমাণ করে যে বসিরহাটের নাগরিকদের জন্য মানসম্মত স্বাস্থ্যপরিসেবা নিশ্চিত করতে পৌর প্রশাসন কতটা সচেতন ও সক্রিয়। স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, চিকিৎসা পরিষেবার মান, রোগীদের সুবিধা এবং পরিকাঠামোগত উন্নয়ন — সবদিক থেকেই UPSC-3 হেলথ সেন্টার এখন রাজ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
NQAS পরীক্ষায় এই সাফল্য প্রমাণ করে যে বসিরহাটের নাগরিকদের জন্য মানসম্মত স্বাস্থ্যপরিষেবা নিশ্চিত করতে পৌর প্রশাসন কতটা সচেতন ও সক্রিয়। স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, চিকিৎসা পরিষেবার মান, রোগীদের সুবিধা এবং পরিকাঠামোগত উন্নয়ন, সবদিক থেকেই UPSC-3 হেলথ সেন্টার এখন রাজ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
advertisement
3/6
শুধু স্বাস্থ্য নয়, ইতিমধ্যে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের Solid Waste Management (SWM) প্রকল্পের অধীনে বসিরহাট সম্প্রতি পেয়েছে “Garbage Free City (GFC-1)” সার্টিফিকেট। এটি প্রমাণ করে, শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকর ও স্থায়ী প্রভাব ফেলছে।
শুধু স্বাস্থ্য নয়, ইতিমধ্যে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের Solid Waste Management (SWM) প্রকল্পের অধীনে বসিরহাট সম্প্রতি পেয়েছে “Garbage Free City (GFC-1)” সার্টিফিকেট। এটি প্রমাণ করে, শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকর ও স্থায়ী প্রভাব ফেলছে।
advertisement
4/6
এই সম্মান অর্জন করা সহজ কাজ নয়। প্রতিদিনের বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে নিষ্পত্তি, পুনর্ব্যবহার ও জনসচেতনতা — সব মিলিয়ে পৌরসভা গড়ে তুলেছে এক আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মডেল। নাগরিকদের সহযোগিতা ও পৌরকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।
এই সম্মান অর্জন করা সহজ কাজ নয়। প্রতিদিনের বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে নিষ্পত্তি, পুনর্ব্যবহার ও জনসচেতনতা, সব মিলিয়ে পৌরসভা গড়ে তুলেছে এক আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মডেল। নাগরিকদের সহযোগিতা ও পৌরকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।
advertisement
5/6
স্বাস্থ্য ও পরিবেশ—এই দুই ক্ষেত্রেই বসিরহাট পৌরসভার যুগান্তকারী অগ্রগতি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। এই দুই সাফল্য শুধু বসিরহাট নয়, সমগ্র রাজ্যের অন্যান্য পৌর প্রশাসনের কাছেও এক উদাহরণ হয়ে উঠেছে।
স্বাস্থ্য ও পরিবেশ, এই দুই ক্ষেত্রেই বসিরহাট পৌরসভার যুগান্তকারী অগ্রগতি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। এই দুই সাফল্য শুধু বসিরহাট নয়, সমগ্র রাজ্যের অন্যান্য পৌর প্রশাসনের কাছেও এক উদাহরণ হয়ে উঠেছে।
advertisement
6/6
শহর এখন গর্বের সঙ্গে বলতে পারে—পরিচ্ছন্ন পরিবেশের মাঝে স্বাস্থ্যই প্রকৃত সম্পদ। বসিরহাট পৌরসভার এই অর্জন প্রমাণ করে, সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল প্রশাসন চাইলে শহর উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই নতুন উচ্চতা স্পর্শ করা সম্ভব।
শহর এখন গর্বের সঙ্গে বলতে পারে, পরিচ্ছন্ন পরিবেশের মাঝে স্বাস্থ্যই প্রকৃত সম্পদ। বসিরহাট পৌরসভার এই অর্জন প্রমাণ করে, সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল প্রশাসন চাইলে শহর উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই নতুন উচ্চতা স্পর্শ করা সম্ভব। <strong>(ছবি ও তথ্য জুলফিকার মোল্যা)</strong>
advertisement
advertisement
advertisement