North 24 Parganas News : স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় ফাটাফাটি ব্যবস্থা! কেন্দ্রের জোড়া সার্টিফিকেট পেল 'এই' পুরসভা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News : স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, সব দিকেই একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি পুরসভা জোড়া স্বীকৃতি পেয়েছে।
স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, সব দিকেই একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি শহরের UPSC-3 হেলথ সেন্টার রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের National Quality Assurance Standards (NQAS) পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে। এই হেলথ সেন্টার ৯৩% নম্বর পেয়ে রাজ্যের অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। <strong>(ছবি ও তথ্য জুলফিকার মোল্যা)</strong>
advertisement
advertisement
শুধু স্বাস্থ্য নয়, ইতিমধ্যে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের Solid Waste Management (SWM) প্রকল্পের অধীনে বসিরহাট সম্প্রতি পেয়েছে “Garbage Free City (GFC-1)” সার্টিফিকেট। এটি প্রমাণ করে, শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকর ও স্থায়ী প্রভাব ফেলছে।
advertisement
advertisement
advertisement







