Kali Puja 2025: পুজো মণ্ডপে মানুষ-হাতির সহাবস্থানের বার্তা! শিক্ষণীয় থিমে নজর কাড়ছে ঝাড়গ্রামের 'এই' কালীপুজো, এক ক্লিকে দেখুন

Last Updated:

Kali Puja 2025: কয়েক মাস আগে টাটা-খড়গপুর রেলপথ পার হওয়ার সময় ডাউন হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনটি হাতির মৃত্যু হয়। সেই ঘটনাকেই চিত্রায়িত করে মণ্ডপ‌ সাজিয়েছেন শিল্পী হরিশংকর মাহাত।

+
কুন্ডলডিহি

কুন্ডলডিহি পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের কালীপুজো

ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: জঙ্গলমহলের শাল, সেগুন, পলাশে ভরা জঙ্গলই এখন দলমার গজরাজদের প্রিয় বাসস্থান হয়ে উঠেছে। প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে হাতির দল গিধনী রেঞ্জ হয়ে ডুলুং নদী পেরিয়ে জামবনী, ঝাড়গ্রাম ও পুকুরিয়া বিটে ঢোকে। প্রায় সারা বছর ধরেই হাতির আনাগোনা চলে, আতঙ্কে থাকেন বাসিন্দারা। হাতির দল খাবারের খোঁজে গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি করে, প্রাণহানিও ঘটে। সমীর মাহাত নামে একজন বলেন, মানুষ যেন হাতিদের গতিপথে বাধা না দেয়, হাতিদের সঙ্গে সেলফি তোলা বা ভিডিও করার জন্য তাঁদের কাছে না যায়। এবার সেই বার্তাই কুন্ডলডিহি পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের ৫৭ তম বর্ষে তুলে ধরা হয়েছে। আনুমানিক দেড় লক্ষ টাকার বাজেটে সাজছে মণ্ডপ। ‘মানুষ ও হাতি উভয়ে থাকুক সুরক্ষিত’ সেই বার্তাকে সঙ্গে নিয়েই এই বছরের থিম সাজানো হয়েছে।
কয়েক মাস আগে ঝাড়গ্রামের বাঁশতলা‌ এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছিল। টাটা-খড়গপুর রেলপথ পার হওয়ার সময় ডাউন হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির, যার মধ্যে একটি শাবকও ছিল। সেই মর্মান্তিক দৃশ্য এখনও ভুলতে পারেননি বাঁশতলা ও আশপাশের বাসিন্দারা। সেই ঘটনাকেই চিত্রায়িত করে মণ্ডপ‌ সাজিয়েছেন জামবনি ব্লকের মুনিয়াদা গ্রামের শিল্পী হরিশংকর মাহাত।
advertisement
আরও পড়ুনঃ বড়মা, বামা কালী থেকে ইন্ডিয়ান আর্মি! কালীপুজোয় উত্তরে থিমের ছড়াছড়ি, বাড়ি বসেই দেখুন বিগ বাজেট কিছু পুজোর ঝলক
পুজো কমিটির উদ্যোক্তা দিব্যেন্দু মাহাত জানান, এবারের মণ্ডপে রয়েছে জন শতাব্দী এক্সপ্রেসের ইঞ্জিনের প্রতিরূপ এবং ৫টি হাতির মডেল। ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ ও কৃত্রিম শাল গাছ। প্রতি বছরই আমরা সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে বার্তামূলক থিম তৈরি করি, যাতে সমাজে সচেতনতা বাড়ে।‌ ক্লাবের সম্পাদক গণেশ মাহাত জানিয়েছেন, “এই থিমের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে। মানুষ ও হাতি- দু’জনেরই নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের বার্তা।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় সারা বছরই হাতির উপদ্রবে আতঙ্কে কাটান গ্রামবাসীরা। কখনও দলছুট হাতি খাদ্যের সন্ধানে গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি করে, কখনও আবার ঘটে প্রাণহানি। তাই আমরা চাই, মানুষ যেন সচেতন হয়। প্রতি বছরই আমরা সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে বার্তামূলক থিম তৈরি করি, যাতে সমাজে সচেতনতা বাড়ে। পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের এই উদ্যোগে ঝাড়গ্রামবাসী যেমন গর্বিত, তেমনই প্রত্যাশা, এই বার্তা মানুষের মনে গভীর ছাপ ফেলবে। ভবিষ্যতে মানুষ ও বন্যপ্রাণী উভয়েই নিরাপদে সহাবস্থান করতে পারবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের সেই বার্তাই দেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: পুজো মণ্ডপে মানুষ-হাতির সহাবস্থানের বার্তা! শিক্ষণীয় থিমে নজর কাড়ছে ঝাড়গ্রামের 'এই' কালীপুজো, এক ক্লিকে দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement