Kali Puja 2025: বড়মা, বামা কালী থেকে ইন্ডিয়ান আর্মি! কালীপুজোয় উত্তরে থিমের ছড়াছড়ি, বাড়ি বসেই দেখুন বিগ বাজেট কিছু পুজোর ঝলক

Last Updated:
Kali Puja 2025: দীপাবলির আবহে শহর এখন উৎসবমুখর। বিভিন্ন ক্লাব ও সংঘের কালীপুজো উদ্বোধনের পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে। দেখে নিন সেরা কিছু পুজোর ঝলক।
1/14
দীপাবলির আবহে শিলিগুড়ি শহর এখন উৎসবমুখর। শহরের বিভিন্ন ক্লাব ও সংঘের কালীপুজো উদ্বোধনের পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে। এবারের পুজোয় প্রতিটি ক্লাব নিজেদের বিশেষ থিম ও আকর্ষণ নিয়ে হাজির হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
দীপাবলির আবহে শিলিগুড়ি শহর এখন উৎসবমুখর। শহরের বিভিন্ন ক্লাব ও সংঘের কালীপুজো উদ্বোধনের পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে। এবারের পুজোয় প্রতিটি ক্লাব নিজেদের বিশেষ থিম ও আকর্ষণ নিয়ে হাজির হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/14
ইয়ুথ ক্লাবের ৫৩ তম বর্ষে শ্যামা পুজোর শুভ উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে সাজানো এই পুজো দর্শকদের চোখে নতুন আনন্দের জন্ম দিচ্ছে।
ইয়ুথ ক্লাবের ৫৩ তম বর্ষে শ্যামা পুজোর শুভ উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে সাজানো এই পুজো দর্শকদের চোখে নতুন আনন্দের জন্ম দিচ্ছে।
advertisement
3/14
বাবুপাড়া বয়েজ ক্লাবের ৫৫ তম বর্ষের পুজোয় স্বস্তিক চিহ্নের আদলে মণ্ডপ সাজানো হয়েছে। আলোকসজ্জা ও কারুকার্য দর্শককে মন্ত্রমুগ্ধ করে তুলেছে।
বাবুপাড়া বয়েজ ক্লাবের ৫৫ তম বর্ষের পুজোয় স্বস্তিক চিহ্নের আদলে মণ্ডপ সাজানো হয়েছে। আলোকসজ্জা ও কারুকার্য দর্শককে মন্ত্রমুগ্ধ করে তুলেছে।
advertisement
4/14
দক্ষিণ ভারত নগর স্পোর্টিং ক্লাবের ৬৪ তম বর্ষের পুজোয় ১৮ ফুট উচ্চতার বড় মা কালী রয়েছে। ভক্তরা পুজো মণ্ডপে প্রবেশ করলে মাতৃশক্তির মহিমা অনুভব করছেন।
দক্ষিণ ভারত নগর স্পোর্টিং ক্লাবের ৬৪ তম বর্ষের পুজোয় ১৮ ফুট উচ্চতার বড় মা কালী রয়েছে। ভক্তরা পুজো মণ্ডপে প্রবেশ করলে মাতৃশক্তির মহিমা অনুভব করছেন।
advertisement
5/14
নিউ বয়েজ ক্লাবের ৪৬ তম বর্ষের বিশেষ আকর্ষণ ৩৫ ফুট উচ্চতার রামলালার বেশে মা কাল ভৈরবী। পুজোর থিম ও ভাস্কর্য দর্শকদের চোখে ভিন্ন ধরনের আনন্দ এনে দিচ্ছে।
নিউ বয়েজ ক্লাবের ৪৬ তম বর্ষের বিশেষ আকর্ষণ ৩৫ ফুট উচ্চতার রামলালার বেশে মা কাল ভৈরবী। পুজোর থিম ও ভাস্কর্য দর্শকদের চোখে ভিন্ন ধরনের আনন্দ এনে দিচ্ছে।
advertisement
6/14
তরুণ অ্যাথলেটিক ক্লাবের ৬২ তম বর্ষে ৪০ ফুট উচ্চতার বামা কালী দর্শককে মন্ত্রমুগ্ধ করছে। বিশেষ থিম ও সজ্জা শহরের কালীপুজোর রঙিন পরিবেশকে আরও বাড়িয়ে তুলেছে।
তরুণ অ্যাথলেটিক ক্লাবের ৬২ তম বর্ষে ৪০ ফুট উচ্চতার বামা কালী দর্শককে মন্ত্রমুগ্ধ করছে। বিশেষ থিম ও সজ্জা শহরের কালীপুজোর রঙিন পরিবেশকে আরও বাড়িয়ে তুলেছে।
advertisement
7/14
মহামায়া স্পোর্টিং ক্লাবের ৪৬ তম বর্ষে ‘উত্তরের বড়মা’ থিম দর্শকদের কাছে সমানভাবে আকর্ষণীয়।
মহামায়া স্পোর্টিং ক্লাবের ৪৬ তম বর্ষে ‘উত্তরের বড়মা’ থিম দর্শকদের কাছে সমানভাবে আকর্ষণীয়।
advertisement
8/14
তরুণ সংঘের ৭১ তম বর্ষের পুজোয় কাল্পনিক শিব মন্দির দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।
তরুণ সংঘের ৭১ তম বর্ষের পুজোয় কাল্পনিক শিব মন্দির দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।
advertisement
9/14
বিবেকানন্দ ক্লাবের ৭৮ তম বর্ষের পুজোয় ফেব্রিক অফ ইমাজিনেশন থিম ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শককে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে।
বিবেকানন্দ ক্লাবের ৭৮ তম বর্ষের পুজোয় ফেব্রিক অফ ইমাজিনেশন থিম ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শককে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে।
advertisement
10/14
পানিট্যাঙ্কি মোড় যুবকবৃন্দের ৫৮ তম বর্ষের পুজোয় ‘সুকন্যা’ থিম শিশু ও পরিবারদের আনন্দে ভরিয়ে তুলেছে।
পানিট্যাঙ্কি মোড় যুবকবৃন্দের ৫৮ তম বর্ষের পুজোয় ‘সুকন্যা’ থিম শিশু ও পরিবারদের আনন্দে ভরিয়ে তুলেছে।
advertisement
11/14
নেতাজী সুভাষ স্পোর্টিং ক্লাবের ৬০ তম বর্ষের পুজোয় মা শ্যাম সুন্দরীর থিম দর্শকদের মন ছুঁয়েছে।
নেতাজী সুভাষ স্পোর্টিং ক্লাবের ৬০ তম বর্ষের পুজোয় মা শ্যাম সুন্দরীর থিম দর্শকদের মন ছুঁয়েছে।
advertisement
12/14
রেগুলেটেড মার্কেট কালীপুজো কমিটির ৪০ তম বর্ষের বিশেষ আকর্ষণ ‘ইন্ডিয়ান আর্মি’ থিম, যা দর্শকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।
রেগুলেটেড মার্কেট কালীপুজো কমিটির ৪০ তম বর্ষের বিশেষ আকর্ষণ ‘ইন্ডিয়ান আর্মি’ থিম, যা দর্শকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।
advertisement
13/14
উল্কা ক্লাবের ৪৮ তম বর্ষের পুজোয় ‘মুক্ত হওয়া’ থিম প্রদর্শিত হয়েছে। অন্যদিকে এলিট স্পোর্টিং ক্লাবের ৪৬ তম বর্ষের পুজোয় ‘মৃন্ময়ী’ থিম দর্শকদের মুগ্ধ করেছে।
উল্কা ক্লাবের ৪৮ তম বর্ষের পুজোয় ‘মুক্ত হওয়া’ থিম প্রদর্শিত হয়েছে। অন্যদিকে এলিট স্পোর্টিং ক্লাবের ৪৬ তম বর্ষের পুজোয় ‘মৃন্ময়ী’ থিম দর্শকদের মুগ্ধ করেছে।
advertisement
14/14
শহরের বিভিন্ন মণ্ডপে শিশু, যুবক ও পরিবার মিলিত হয়ে পুজোর রঙিন উৎসব উপভোগ করছেন। ভিড়, আলো, রঙ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয় পুরো শহরকে উৎসবমুখর পরিবেশে ভরিয়ে তুলেছে। এবারের শিলিগুড়ির কালীপুজো এক কথায় হয়ে উঠেছে ভিজ্যুয়াল আনন্দ ও সামাজিক মিলনের এক অনন্য উদাহরণ। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
শহরের বিভিন্ন মণ্ডপে শিশু, যুবক ও পরিবার মিলিত হয়ে পুজোর রঙিন উৎসব উপভোগ করছেন। ভিড়, আলো, রঙ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয় পুরো শহরকে উৎসবমুখর পরিবেশে ভরিয়ে তুলেছে। এবারের শিলিগুড়ির কালীপুজো এক কথায় হয়ে উঠেছে ভিজ্যুয়াল আনন্দ ও সামাজিক মিলনের এক অনন্য উদাহরণ। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement