TRENDING:

Kali Puja 2025 Hibiscus: ফুলের বাজারে আগুন! কালীপুজোয় রাঙা জবা কত টাকায় বিক্রি হচ্ছে জানেন?

Last Updated:
১০৮টি লাল জবা ছাড়া কালীপুজো অসম্পূর্ণ। কিন্তু এবারে সেই জবা ফুল অপরিহার্য। ফুলের দাম শুনে কার্যত হাঁ করে যাচ্ছেন ভক্তরা। পর্যাপ্ত ফলন থাকা সত্ত্বেও বাজারে আকাশ ছুঁয়েছে জবা ফুলের দাম। 
advertisement
1/6
ফুলের বাজারে আগুন! কালীপুজোয় রাঙা জবা কত টাকায় বিক্রি হচ্ছে জানেন?
"বল রে জবা বল কেমন করে পেলি শ্যামা মায়ের চরণ তল।" বা "মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন।" শ্যামা সঙ্গীতে বারবার এসেছে জবা ফুলের কথা। জবা ফুল ছাড়া দেবী কালীর পুজো হয় না। দীপান্বিতা আমাবস্যায় শ্যামা কালীরপুজো। আর কালীপুজোয় মহার্ঘ্য হল জবা ফুল!
advertisement
2/6
১০৮টি লাল জবা ছাড়া কালীপুজো অসম্পূর্ণ। কিন্তু এবারে সেই জবা ফুল অপরিহার্য। ফুলের দাম শুনে কার্যত হাঁ করে যাচ্ছেন ভক্তরা। পর্যাপ্ত ফলন থাকা সত্ত্বেও বাজারে আকাশ ছুঁয়েছে জবা ফুলের দাম। অভিযোগ, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চাষিদের কাছ থেকে কম দামে ফুল কিনে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন বাজারে।
advertisement
3/6
কালীপুজোর সকালে কোলাঘাট, তমলুক সহ বিভিন্ন বাজারে দেখা গেল— পাইকারি দরে লাল গাঁদা ফুল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৪২০ টাকায়, আর হলুদ গাঁদা ২২০ থেকে ২৫০ টাকায়। তিন ফুট লম্বা গাঁদার মালা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। কিন্তু চোখ কপালে তুলেছে রক্ত জবার দাম।
advertisement
4/6
অন্যান্য সময় ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হওয়া এক হাজার কুঁড়ির জবা ফুলের দাম কালীপুজোর দিন বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ১০০০ টাকায়। ১০৮ ফুলের মালা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, যা আগের দামের তুলনায় দ্বিগুণেরও বেশি।
advertisement
5/6
তমলুকের এক ফুল ব্যবসায়ী চন্দন সাউ বলেন, প্রতিবছরের মত এবারও জবা ফুলের চাহিদা ভালই রয়েছে। তবে জবার দাম স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। ১০০০ টাকায় প্যাকেট কিনছি। সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়কের বক্তব্য, চাহিদার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। চাষিরা লাভ না পেলেও তারা বাজারে দাম বাড়িয়ে দিচ্ছেন।
advertisement
6/6
টানা অতি বৃষ্টির কারণে ঝুরো ফুল— যেমন গাঁদা, রজনীগন্ধা, দোপাটি, অপরাজিতা— এসব ফুলের জোগানও কম, ফলে দামের আগুন। কিন্তু জবা ফুলের পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও, কালীপুজোর দিন জবা ফুল অগ্নিমূল্য। যা সাধারণ ভক্তদের পকেটে বড়সড় ছ্যাঁকা লেগেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 Hibiscus: ফুলের বাজারে আগুন! কালীপুজোয় রাঙা জবা কত টাকায় বিক্রি হচ্ছে জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল