পরিবার জানিয়েছে, শেষ বার যখন ফোনে কথা হয়েছিল তখন তাঁরা হিমাচল প্রদেশের চাম্বা জেলার মানিমাহেস হ্রদের পথে ছিলেন। ফোনে জানিয়েছিলেন, সামনে ও পিছনে ব্যাপক ধস নেমে গেছে, রাস্তা পুরোপুরি বন্ধ। বাধ্য হয়ে তাঁরা একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। সেই রাতের পর থেকে আর যোগাযোগ করা যায়নি।
advertisement
প্রথম দিকে পরিবার ভেবেছিল হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য যোগাযোগ হচ্ছে না। কিন্তু দুই দিন কেটে যাওয়ার পরও কোনও খোঁজ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। অবশেষে বুধবার কাটোয়া থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার।
আরও পড়ুন: ছ’মাস ধরে তরুণীকে আটকে রেখে জোর করে সঙ্গ*মের অভিযোগ একদল ব্যক্তির বিরুদ্ধে! ভয়ঙ্কর ঘটনা
নিখোঁজ দীপক দাসের ছেলে, পীযূষ দাস উদ্বিগ্ন কণ্ঠে বলেন, “আমরা খুব চিন্তায় আছি। কোনও ভাবেই যোগাযোগ করতে পারছি না। তাই থানার দ্বারস্থ হয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি বাবার সঙ্গে এবং বাকিদের সঙ্গে যোগাযোগ করতে পারব।” পরিবারগুলির দাবি, অবিলম্বে রাজ্য প্রশাসন ও হিমাচল প্রদেশ পুলিশ উদ্যোগ নিয়ে তাঁদের সন্ধান করুক। তবে যত দিন যাচ্ছে, উৎকণ্ঠা ততই বাড়ছে কাটোয়ার এই তিন পরিবারের।






