আজকের কংক্রিটের শহরে সবুজের ছোঁয়া খুঁজে পাওয়া বিরাট চাপের। কিন্তু প্রকৃতি প্রেমীদের জন্য এক দারুণ সমাধান হল ছাদ বাগান। ছাদ বাগানে এখন সেরা বহরমপুর শহরের গোরাবাজার নিবাসী নাজমা সুলতানা নামের এক গৃহবধূ। এক বা দুটি নয়, প্রায় শতাধিক ধরনের ফুল আছে। ক্যাপসিকাম থেকে, বেগুন, লঙ্কা এমনকি জবা, চন্দ্রমল্লিকা ফুলের সম্ভার করে চলেছেন গৃহবধূ। ফুলের প্রতি ভালবাসা এবং যত্ন নিলেই ফুল বাগান তৈরি হবে এক চিলতে ছাদের মধ্যেই।
advertisement
আরও পড়ুন: মকর সংক্রান্তিতে মোয়াইলে পৌষলক্ষ্মীর আরাধনা, উৎসবে মাতল গোটা গ্রাম! ছবিতে রইল নজরকাড়া সব মুহূর্ত
নাজমা সুলতানার কথায়, ছাদ মজবুত কী না যাচাই করতে হবে। ছাদে বাগান করার আগে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির কাছ থেকে নিশ্চিত হয়ে নিন ছাদে কতটা ওজন বহন করার ক্ষমতা আছে। লঙ্কা, টম্যাটো, ঢেঁড়শ, পালং, ধনেপাতা এই সকল গাছ দিয়ে শুরু করতে পারেন ছাদ বাগান। যে গাছগুলো সহজে বাড়ে। এরপর ধীরে ধীরে ফুল ও ফলগাছ বানানোর দিকে মন দিতে পারেন। সকালে বা বিকেলে জল দিন। সপ্তাহে একদিন জৈব সার ব্যবহার করুন। সময় সময় অন্তর আগাছা তুলে ফেলুন আর গাছের পাতায় পোকামাকড় আছে কি না সেটা খেয়াল রাখুন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লতা জাতীয় গাছের জন্য ট্রেলিস বা নেট ব্যবহার করুন। ছাদের এক কোণে বৃষ্টির জল জমিয়ে রাখার ব্যবস্থা করলে জল বাঁচানো যায়। ছাদ বাগান মানে শুধু যেহেতু শখ মেটানো নয়, তাই এটা আসলে এক টুকরো নিজস্ব স্বর্গ। সবুজ গাছপালা শুধু বাড়িকে ঠান্ডা রাখে না, যে কারও মনকেও সতেজ করে তোলে। সঠিক পরিকল্পনা ও যত্নে আপনার ছাদই হয়ে উঠতে পারে শহরের মাঝেই এক টুকরো বাগানবাড়ি।





