Rooftop Garden: নাজমার হাত ধরে ছাদ বাগান এখন জনপ্রিয় বহরমপুরে, পছন্দের তালিকায় রাখতে পারেন আপনিও! তবে খেয়াল রাখতে হবে এইসব জিনিস
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad Rooftop Garden: রাস্তায় গাছ লাগানোর সঙ্গে সঙ্গে বহরমপুর শহরের ছাদে ছাদে আরও বেশি করে শুরু হয়ে গেছে সবুজের অভিযান। আর আপনি চাইলে কিছু পদ্ধতি অবলম্বন করে নিজের ছাদে তৈরি করুন ছাদ বাগান।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কোনও গুরুত্বপূর্ণ রাস্তার ধারে গাছ লাগাতে গেলে অনুমতির প্রয়োজন হয়। তার ওপরে শহরের ফুটপাথে মাটি কম অর্থাৎ গাছের শিকড় খুব গভীরে ছড়িয়ে পড়তে পারে না, তাই গাছ বড় হলেই সামান্য ঝড়ে উপড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এত কিছু অসুবিধের পরেও শহরের রাস্তায় সবুজের অভিযান যে চলে না তেমনটা নয়। তবে রাস্তায় গাছ লাগানোর সঙ্গে সঙ্গে বহরমপুর শহরের ছাদে ছাদে আরও বেশি করে শুরু হয়ে গেছে সবুজের অভিযান। আর আপনি চাইলে কিছু পদ্ধতি অবলম্বন করে নিজের ছাদে তৈরি করুন ছাদ বাগান।
আজকের কংক্রিটের শহরে সবুজের ছোঁয়া খুঁজে পাওয়া বিরাট চাপের। কিন্তু প্রকৃতি প্রেমীদের জন্য এক দারুণ সমাধান হল ছাদ বাগান। ছাদ বাগানে এখন সেরা বহরমপুর শহরের গোরাবাজার নিবাসী নাজমা সুলতানা নামের এক গৃহবধূ। এক বা দুটি নয়, প্রায় শতাধিক ধরনের ফুল আছে। ক্যাপসিকাম থেকে, বেগুন, লঙ্কা এমনকি জবা, চন্দ্রমল্লিকা ফুলের সম্ভার করে চলেছেন গৃহবধূ। ফুলের প্রতি ভালবাসা এবং যত্ন নিলেই ফুল বাগান তৈরি হবে এক চিলতে ছাদের মধ্যেই।
advertisement
আরও পড়ুন: মকর সংক্রান্তিতে মোয়াইলে পৌষলক্ষ্মীর আরাধনা, উৎসবে মাতল গোটা গ্রাম! ছবিতে রইল নজরকাড়া সব মুহূর্ত
advertisement
নাজমা সুলতানার কথায়, ছাদ মজবুত কী না যাচাই করতে হবে। ছাদে বাগান করার আগে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির কাছ থেকে নিশ্চিত হয়ে নিন ছাদে কতটা ওজন বহন করার ক্ষমতা আছে। লঙ্কা, টম্যাটো, ঢেঁড়শ, পালং, ধনেপাতা এই সকল গাছ দিয়ে শুরু করতে পারেন ছাদ বাগান। যে গাছগুলো সহজে বাড়ে। এরপর ধীরে ধীরে ফুল ও ফলগাছ বানানোর দিকে মন দিতে পারেন। সকালে বা বিকেলে জল দিন। সপ্তাহে একদিন জৈব সার ব্যবহার করুন। সময় সময় অন্তর আগাছা তুলে ফেলুন আর গাছের পাতায় পোকামাকড় আছে কি না সেটা খেয়াল রাখুন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লতা জাতীয় গাছের জন্য ট্রেলিস বা নেট ব্যবহার করুন। ছাদের এক কোণে বৃষ্টির জল জমিয়ে রাখার ব্যবস্থা করলে জল বাঁচানো যায়। ছাদ বাগান মানে শুধু যেহেতু শখ মেটানো নয়, তাই এটা আসলে এক টুকরো নিজস্ব স্বর্গ। সবুজ গাছপালা শুধু বাড়িকে ঠান্ডা রাখে না, যে কারও মনকেও সতেজ করে তোলে। সঠিক পরিকল্পনা ও যত্নে আপনার ছাদই হয়ে উঠতে পারে শহরের মাঝেই এক টুকরো বাগানবাড়ি।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 14, 2026 3:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rooftop Garden: নাজমার হাত ধরে ছাদ বাগান এখন জনপ্রিয় বহরমপুরে, পছন্দের তালিকায় রাখতে পারেন আপনিও! তবে খেয়াল রাখতে হবে এইসব জিনিস








