আনিশ উদ্দিন মোল্লা, রায়দিঘি: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার কুমড়োপাড়া এলাকায় বাবাকে শাবল দিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত যুবক দীপঙ্কর গায়েনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ড হারবার আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
advertisement
ডায়মন্ড হারবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশন কোর্টের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক ধীমান বর্মনের এজলাসে বুধবার এই রায় ঘোষণা করা হয়।
মামলার সরকারি আইনজীবী মিকাইল মোল্লা বলেন, ২০২২ সালের ১৯ ডিসেম্বর রায়দিঘি থানার কুমড়োপাড়া এলাকায় অভিযুক্ত দীপঙ্কর গায়েন শাবল দিয়ে নিজের বাবাকে নির্মমভাবে খুন করে। ঘটনার পর রায়দিঘি থানার পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং বুধবার তার সাজা ঘোষণা করে।
এদিকে, নাবালক ভাইপোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গ্রেফতার হয়েছেন কাকা। দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকার দেবপুকুরের নতুনপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। নিহতের নাম ছোট্টু বাল্মীকি (১৫)। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘটনার সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন অভিযুক্ত সুন্দর বাল্মীকি। স্ত্রীর সঙ্গে অশান্তি করছিলেন তিনি। সেই সময়ে মাঝে এসে পড়ে ভাইপো। সেই কারণেই এই হামলা, প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশের।
পুলিশ সূত্রে খবর, সুন্দর এবং তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। শুক্রবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন সুন্দর। স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল তাঁর। সেই সময়ে তিনি একটি ছুরি হাতে তুলে নেন। তা দেখে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন তিনি। তখন সেখানে পৌঁছয় ছোট্টু। স্বামী-স্ত্রীর ঝগড়ার মাঝে পড়ে রোষের শিকার হয় এই নাবালক, অনুমান পুলিশের। অভিযোগ, কাকা সুন্দর বাল্মীকি একটি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন ছোট্টুকে।
