East Bardhaman Nipah Virus News: ​নিপা ভাইরাসের থাবায় এবার স্বাস্থ্যকর্মীরা! বর্ধমান মেডিক্যালের হাউসস্টাফ ও নার্সকে ঘিরে বাড়ছে উদ্বেগ

Last Updated:

পূর্ব বর্ধমানে নতুন করে দু-জনের নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় বাড়ছে উদ্বেগ। একজন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হাউস স্টাফ ও অন্যজন নার্স।

জরুরী বিভাগের ছবি
জরুরী বিভাগের ছবি
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: পূর্ব বর্ধমানে নতুন করে দু’জনের নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় বাড়ছে উদ্বেগ।
আক্রান্তদের মধ্যে একজন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের হাউসস্টাফ ও অন্যজন নার্স। নতুন করে আক্রান্ত মেডিকেলের হাউসস্টাফ ও নার্স নিপা ভাইরাস আক্রান্ত মঙ্গলকোর্টের বাসিন্দার সংস্পর্শে এসেছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে,দু’জনেরই নিপা ভাইরাস সংক্রান্ত উপসর্গ দেখা গেছে।এখন নতুন করে উপসর্গ দেখা দেওয়া হাউসস্টাফের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। তাই দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁকে বেলেঘাটা আই-ডি তে ভর্তি করার ব্যবস্থা করছেন।
advertisement
advertisement
নিপা ভাইরাস কী? (What Is Nipah Virus) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নিপা ভাইরাস (NiV)-কে একটি জুনোটিক সংক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। দূষিত খাবার গ্রহণের মাধ্যমে বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শেও নিপা ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। মানুষের ক্ষেত্রে এই সংক্রমণ কখনও খুব হালকা উপসর্গে সীমাবদ্ধ থাকতে পারে, আবার কোনও কোনও ক্ষেত্রে তা মারাত্মক আকার নিয়ে মস্তিষ্কের প্রদাহ বা এনসেফালাইটিসের কারণও হতে পারে।
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণী নার্স ও ওই ব্রাদার নার্স দু’জনেই বর্তমানে চিকিৎসাধীন। সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ কুইক রেসপন্স টিম সক্রিয় হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খতিয়ে দেখতে আক্রান্ত তরুণীর সাম্প্রতিক গতিবিধি বিশ্লেষণ করা হয়েছে।
advertisement
কুইক রেসপন্স টিম আক্রান্ত তরুণীর গতিবিধির তিনটি গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করেছে। এই তিনটি এলাকাকেই ‘হাই রিস্ক জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রথমটি হল বারাসাতের একটি বেসরকারি হাসপাতাল, যেখানে আক্রান্ত তরুণী নার্স এবং ওই ব্রাদার নার্স কর্মরত ছিলেন। দ্বিতীয় স্থানটি নদীয়ার ঘোঘরাগাছি, যেখানে গত মাসের ১৫ ও ১৬ তারিখে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আক্রান্ত তরুণী। তৃতীয় স্থানটি হল পূর্ব বর্ধমানের কাটোয়া, যেখানে আক্রান্ত নার্সের বাড়ি।
advertisement
অন্য দিকে,মেমারীর এক নার্সেরও একই রকম উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যালে আনা হচ্ছে। সেখানেই তাঁকে আইসোলেশনে রাখা হবে। তাঁরা নিপা ভাইরাসে আক্রান্ত কিনা তা সুনিশ্চিত করতে দু-জনারই সোয়াব (লালারস)-এর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় বাড়ছে উদ্বেগ।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman Nipah Virus News: ​নিপা ভাইরাসের থাবায় এবার স্বাস্থ্যকর্মীরা! বর্ধমান মেডিক্যালের হাউসস্টাফ ও নার্সকে ঘিরে বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement