TRENDING:

Cyber Crime: হোটেল বুকিংয়ের নামে প্রতারণা! অভিনব কায়দায় টাকা হাতাচ্ছিল দুই ভাই, রাজস্থান থেকে ধরল তমলুক সাইবার থানার পুলিশ

Last Updated:

Cyber Crime: অনলাইনে হোটেল বুকিংয়ের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার হল দুই যুবক। কীভাবে এই প্রতারণা করা হত শুনলে চমকে যেতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শীঃ সাইবার প্রতারণায় ফের বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। রাজস্থানের নামি হোটেলে বসে দিঘা, মন্দারমণি সহ জেলার একাধিক জায়গার নামি হোটেলের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা চলছিল। সেই হদিশ পায় তমলুক সাইবার থানা। এরপর মরু শহরে অভিযান চালিয়ে এই প্রতারণা চক্রে জড়িত থাকা দুই ভাইকে গ্রেফতার করা হল। তাঁদের তমলুক জেলা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কার্যালয়
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কার্যালয়
advertisement

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক বাসিন্দা এমন প্রতারণার শিকার হন। মন্দারমণির এক রিসর্টের নামে অনলাইনে ২৭ হাজার টাকার অগ্রিম বুকিং করেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, ওয়েবসাইটটি সম্পূর্ণ ভুয়ো। এরপর হোটেল কর্তৃপক্ষই প্রতারণার অভিযোগ দায়ের করে। অনলাইনে হোটেল বুকিংয়ের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার হল দুই যুবক। ধৃতরা হলেন রাজস্থানের ডিগ জেলার বাসিন্দা আমজাদ খান (১৮) ও জাবেদ খান (৩২)।

advertisement

আরও পড়ুনঃ শান্তিপুরে রাস দেখতে বেরোলে সাবধান! ২ ঘণ্টার মধ্যে সর্বস্ব খোয়ালেন গৃহস্থ, ঠাকুর দেখতে বেরিয়ে সর্বনাশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা ভুয়ো ওয়েবসাইট বানিয়ে নামিদামি হোটেল ও রিসর্টের ছবি, নাম ও লোগো ব্যবহার করত। সেই ভুয়ো ওয়েবসাইটে অনলাইন ঘর বুকিংয়ের নামে পর্যটকদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় করা হত। অভিযোগ, মন্দারমণির একাধিক হোটেলের ওয়েবসাইটও নকল করে প্রতারণা চালাত ওই চক্র। এই প্রতারণার অভিযোগে মন্দারমণির এক হোটেল ম্যানেজার সৌভিক চক্রবর্তী জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পূর্ব মেদিনীপুর জেলা সাইবার থানার একটি বিশেষ দল।

advertisement

View More

অফিসার সৌরভ মিত্রের নেতৃত্বে ৪ সদস্যের টিম রাজস্থানে গিয়ে অতর্কিতে অভিযান চালিয়ে দুই ভাই আমজাদ ও জাবেদকে গ্রেফতার করে। তাঁদের ট্রানজিট রিমান্ডে তমলুকে আনা হয় এবং তমলুক আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া বাবা-মায়েদের আবারও নতুন করে বাড়ছে কদর সন্তানের কাছে!
আরও দেখুন

তদন্তকারী অফিসার সৌরভ বলেন, রাজস্থানে বসেই এই চক্র একাধিক পর্যটনস্থলের হোটেলকে নিশানা বানিয়ে প্রতারণা চালাচ্ছিল। এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে। জানা গিয়েছে, অভিযুক্তরা একাধিক হোটেলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ওয়েবসাইট খুলে রিসর্টের প্রতিনিধি পরিচয়ে পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হত কিউআর কোড। বুকিংয়ের নামে টাকা পাঠানোর পর পর্যটকদের দেওয়া হত জাল বিল ও মিথ্যা কনফার্মেশন মেসেজ। রাজস্থানের ডিগ জেলা যেন ঝাড়খণ্ডের জামতাড়াকেও ছাপিয়ে গিয়েছে! এমনটাই দাবি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সাইবার সেল বিভাগের দায়িত্বে থাকা অফিসারদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Crime: হোটেল বুকিংয়ের নামে প্রতারণা! অভিনব কায়দায় টাকা হাতাচ্ছিল দুই ভাই, রাজস্থান থেকে ধরল তমলুক সাইবার থানার পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল