দুর্ঘটনা ঘটার পর টানাপোড়েনে রেললাইনের উপরেই দেহ পড়ে রইল প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে। সকাল সাড়ে ন’টা নাগাদ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার ডোমজুড় স্টেশনের আগে দুই নম্বর পোল সংলগ্ন স্থানে আমতা লোকালে দুর্ঘটনা ঘটে। কাটা পড়েন এক মহিলা।
advertisement
কোনও কারণে ঠিক ট্রেন আসার মুহূর্তে মহিলা লাইনে চলে আসার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনটি চলে যাওয়ার পর মর্মান্তিক ঘটনা সামনে আসে। সেই সময় থেকে কয়েক ঘণ্টা পেরিয়ে যায় দেহটি লাইন থেকে তুলতে।
হাওড়া-আমতা লাইনে অনিয়মিতভাবে দেরিতে ট্রেন চলার অভিযোগ বিভিন্ন সময় উঠে আসে যাত্রীদের মধ্যে। সময়ে ট্রেন চালানোর দাবিতে গ্রীন আটকে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে যাত্রীদের। এই লাইনে বহু স্টেশনে বেহাল অবস্থা। স্টেশনে পর্যাপ্ত আলো, শৌচালয় পানীয় জলের সমস্যা রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন এই লাইনে। বিভিন্ন সময় তাদের অভিযোগ উঠে আসে। এবার সামনে এল ভিন্ন অভিযোগ। দুর্ঘটনায় ক্ষতবিক্ষত মহিলার দেহ তুলতে দীর্ঘ সময় পেরিয়ে গেল রেলের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, ৪৫ বছর বয়সী মৃত মহিলার নাম মিন্টু গের। রেল পুলিশের তরফে দেহটি তোলা হয়নি বলেই অভিযোগ। কয়েক ঘন্টা পর রেললাইন থেকে দেহ উদ্ধার করে জগৎবল্লভপুর থানার পুলিশ।






