TRENDING:

Howrah: আমতা লোকালের ধাক্কায় ধড় থেকে আলাদা মহিলার মাথা, ঘণ্টার পর ঘণ্টা দেহ পড়ে লাইনে! রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ 

Last Updated:

Howrah-Amta Rail: ডোমজুড় স্টেশনের কাছে আমতা লোকালের ধাক্কায় কাটা পড়েছেন এক মহিলা। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও রেল পুলিশের তরফে তোলা হয়নি ক্ষতবিক্ষত দেহ। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডোমজুড়, হাওড়া, রাকেশ মাইতি: রেললাইনে পড়ে ক্ষতবিক্ষত মহিলার দেহ। ফের অমানবিক ঘটনা হাওড়ায়। দেহ থেকে আলাদা হল মাথা। গা শিউরে ওঠার মতো দৃশ্য। সেই দেহাংশ তুলতেই কেটে গেল বেশ কিছুটা সময়। ট্রেনের ধাক্কায় মৃত মহিলার দেহ তুলতে গড়িমসি রেলের, এদিনের ঘটনায় এমনটাই অভিযোগ।
ডোমজুড় স্টেশনের কাছে আমতা লোকালের ধাক্কায় মহিলার মৃত্যু
ডোমজুড় স্টেশনের কাছে আমতা লোকালের ধাক্কায় মহিলার মৃত্যু
advertisement

দুর্ঘটনা ঘটার পর টানাপোড়েনে রেললাইনের উপরেই দেহ পড়ে রইল প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে। সকাল সাড়ে ন’টা নাগাদ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার ডোমজুড় স্টেশনের আগে দুই নম্বর পোল সংলগ্ন স্থানে আমতা লোকালে দুর্ঘটনা ঘটে। কাটা পড়েন এক মহিলা।

আরও পড়ুনঃ সুন্দরবনে বাঘের সংখ্যা গণনায় উদ্যোগী হল বন দফতর, বসছে দেড় হাজার ক্যামেরা, রয়্যাল বেঙ্গলের গতিবিধির সঙ্গে উঠে আসবে জঙ্গলের আরও অজানা তথ্য

advertisement

কোনও কারণে ঠিক ট্রেন আসার মুহূর্তে মহিলা লাইনে চলে আসার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনটি চলে যাওয়ার পর মর্মান্তিক ঘটনা সামনে আসে। সেই সময় থেকে কয়েক ঘণ্টা পেরিয়ে যায় দেহটি লাইন থেকে তুলতে।

View More

হাওড়া-আমতা লাইনে অনিয়মিতভাবে দেরিতে ট্রেন চলার অভিযোগ বিভিন্ন সময় উঠে আসে যাত্রীদের মধ্যে। সময়ে ট্রেন চালানোর দাবিতে গ্রীন আটকে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে যাত্রীদের। এই লাইনে বহু স্টেশনে বেহাল অবস্থা। স্টেশনে পর্যাপ্ত আলো, শৌচালয় পানীয় জলের সমস্যা রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন এই লাইনে। বিভিন্ন সময় তাদের অভিযোগ উঠে আসে। এবার সামনে এল ভিন্ন অভিযোগ। দুর্ঘটনায় ক্ষতবিক্ষত মহিলার দেহ তুলতে দীর্ঘ সময় পেরিয়ে গেল রেলের।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

জানা যায়, ৪৫ বছর বয়সী মৃত মহিলার নাম মিন্টু গের। রেল পুলিশের তরফে দেহটি তোলা হয়নি বলেই অভিযোগ। কয়েক ঘন্টা পর রেললাইন থেকে দেহ উদ্ধার করে জগৎবল্লভপুর থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: আমতা লোকালের ধাক্কায় ধড় থেকে আলাদা মহিলার মাথা, ঘণ্টার পর ঘণ্টা দেহ পড়ে লাইনে! রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল