Nadia News: শান্তিপুরে রাস দেখতে বেরোলে সাবধান! ২ ঘণ্টার মধ্যে সর্বস্ব খোয়ালেন গৃহস্থ, ঠাকুর দেখতে বেরিয়ে সর্বনাশ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: নগদ ১ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকার সোনা, মূল্যবান ধাতুর বাসন সহ প্রায় সব কিছু চুরি হয়ে গিয়েছে। দরজার বাইরে পড়ে ছিল এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ অন্যান্য নথিপত্র।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ মাত্র দু’ঘণ্টার জন্য রাসের ঠাকুর দেখতে গিয়ে সর্বস্ব খোয়ালেন রেলের কর্মী। শান্তিপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে ঢিল ছোড়া দূরত্বে কোয়ার্টারে থাকেন তিনি। নগদ ১ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকার সোনা, মূল্যবান ধাতুর বাসন সহ প্রায় সব কিছু চুরি হয়ে গিয়েছে। দরজার বাইরে পড়ে ছিল এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ অন্যান্য নথিপত্র।
নদিয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল কোয়ার্টারে 52/A-তে ঘটনাটি ঘটেছে। সেখানে থাকেন সুজয় বিশ্বাস নামে এক রেলের কর্মী। তিনি পেশায় রেলওয়ের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্লার্ক। ইতিমধ্যেই তিনি শান্তিপুর থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে গিয়েছে।
আরও পড়ুনঃ আদিবাসীদের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা! সেরার শিরোপা পেতে ৬৫টি দলের লড়াই, বাঁকুড়ায় খোঁজা হল সবচেয়ে সুন্দর নৃত্যশৈলী
ওই ব্যক্তি জানান, সন্ধ্যা সাতটা নাগাদ স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ির আশেপাশের ঠাকুর দেখতে গিয়েছিলেন। তবে ছেলেকে জল খাওয়াতে ঘণ্টা দু’য়েকের মধ্যে ফিরে আসেন। তখনও সব ঠিকঠাক ছিল। এরপর আনুমানিক সাড়ে ন’টা নাগাদ বাড়ির সামনের দিক থেকে তালা খুলে ঢুকতে গিয়ে লক্ষ্য করেন ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। পিছনে লোহার গ্রিলের দরজা খোলা। পাশেই একটি ঘর রয়েছে। সেখানেও তালা ভাঙা। এমনকি ওই গ্রিলেরও তালা ভাঙা ছিল বলে অভিযোগ করেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, পুরনো দিনের কাঁসা-পিতলের বাসন সহ ঘরের বিভিন্ন জায়গায় যা ছিল সব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ব্যাঙ্ক থেকে তোলা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা আলমারিতে রাখা ছিল। সেটাও নিয়ে গিয়েছে তাঁরা। এছাড়া সার্ভিস বুক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র যে ফাইলে ছিল সেটাও খুঁজে পাচ্ছেন না এই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Nov 07, 2025 2:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শান্তিপুরে রাস দেখতে বেরোলে সাবধান! ২ ঘণ্টার মধ্যে সর্বস্ব খোয়ালেন গৃহস্থ, ঠাকুর দেখতে বেরিয়ে সর্বনাশ










