Bankura News: আদিবাসীদের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা! সেরার শিরোপা পেতে ৬৫টি দলের লড়াই, বাঁকুড়ায় খোঁজা হল সবচেয়ে সুন্দর নৃত্যশৈলী
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Bankura News: বাঁকুড়া জঙ্গলমহলে সেরা কে? কোন আদিবাসী সম্প্রদায়ের নৃত্যশৈলী সবচেয়ে সুন্দর? বছরে একবার এইসব প্রশ্নের উত্তর খোঁজা হয়। সেই উত্তর খুঁজতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বাঁকুড়ায় আদিবাসী পারস্পরিক নৃত্য, সঙ্গীত ও বাদ্যযন্ত্র বাদনের বার্ষিক প্রতিযোগিতা ২০২৫-২৬ অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। বৃহস্পতিবার জঙ্গলমহলের রানিবাঁধের দাঁড়কেডি ফুটবল ময়দানে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বাঁকুড়া আঞ্চলিক কার্যালয় এবং কাটিয়াম ল্যাম্পস লিমিটেড। অংশগ্রহণ করেছিল মোট ৬৫টি দল। সাঁওতাল, ওরাও, হো, মুন্ডা এবং মাহালি সম্প্রদায়ের আদিবাসী নৃত্যশিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বাঁকুড়া জঙ্গলমহলে সেরা কে? কোন আদিবাসী সম্প্রদায়ের নৃত্যশৈলী সবচেয়ে সুন্দর? বছরে একবার এইসব প্রশ্নের উত্তর খোঁজা হয়। প্রতিটি ল্যাম্প থেকে যারা বিজয়ী হয়েছেন, সেই বিজয়ী দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সারা দুপুর ধরে চলে নাচের মহড়া, হয় হাড্ডাহাড্ডি লড়াই।
আরও পড়ুনঃ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করল বাঁকুড়ার ছেলে, রাজ্যস্তরে রুপো জিতে এবার পালা জাতীয় মঞ্চ কাঁপানোর
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি। উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, খাতড়া মহকুমা শাসক শুভম মোর্য সহ জেলা ও স্থানীয় প্রশাসনের একাধিক আধিকারিক এবং জনপ্রতিনিধিগণ।
advertisement
advertisement
আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এই প্রতিযোগিতায় পরম্পরাগত নৃত্য, পরম্পরাগত গোষ্ঠীবদ্ধ সংগীত এবং পরম্পরাগত বাদ্যযন্ত্র বাদন- এই তিনটি বিভাগে বিভিন্ন দলের শিল্পীরা অংশ নেন। তাঁদের নাচ, গান ও বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে দাঁড়কেডি ফুটবল ময়দান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার বিভিন্ন প্রান্ত এবং দূরদূরান্ত থেকে নাচের দল উপস্থিত হয়েছিল। সহরায়, ডান্টা, লাগড়ে, ডাহার, লুহুরী সহ বিভিন্ন আদিবাসী নৃত্যের দল এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলগুলিকে পুরস্কৃত করা হয়। ধামসা-মাদলের তালে চলে আদিবাসী নাচ-গান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Nov 07, 2025 12:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: আদিবাসীদের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা! সেরার শিরোপা পেতে ৬৫টি দলের লড়াই, বাঁকুড়ায় খোঁজা হল সবচেয়ে সুন্দর নৃত্যশৈলী










