মহিলা ব্রিগেডের হাত ধরে ভারতের বিশ্বজয়, পাকিস্তানকে নাস্তানাবুদ করা 'অপারেশন সিঁদুর'! দাঁইহাটের রাসে চমকের পর চমক
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Raas Yatra 2025 : আলোকসজ্জা, বাজনা, ঢাকের তালে জমে উঠেছিল উৎসবের আবহ। তবে এবারের শোভাযাত্রায় দেখা গেল এক ভিন্ন মাত্রা, দেশাত্মবোধের অনন্য ছোঁয়া।
নদীয়া জেলার শান্তিপুর বা নবদ্বীপের রাস উৎসব যেমন জনপ্রিয়, ঠিক তেমনই জনপ্রিয় পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরের রাস পূর্ণিমা। শতাব্দী প্রাচীন এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর শহরে নেমে আসে উৎসবের রঙ, ভিড়ে ভরে যায় রাস্তাঘাট। দাঁইহাটের রাস উৎসব আজ শুধু ধর্মীয় বা ঐতিহ্য নয়, এক অনন্য সাংস্কৃতিক মিলনক্ষেত্রেও পরিণত হয়েছে। <strong>(তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)</strong>
advertisement
বৃহস্পতিবার ছিল এই বছরের রাস উৎসবের শোভাযাত্রা। ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত ছিল গোটা শহর। প্রতিটি পুজো কমিটি ও ক্লাব নিজেদের মতো করে সাজিয়েছিল তাঁদের শোভাযাত্রার পুরোটা। আলোকসজ্জা, বাজনা, ঢাকের তালে জমে উঠেছিল উৎসবের আবহ। তবে এবারের শোভাযাত্রায় দেখা গেল এক ভিন্ন মাত্রা, দেশাত্মবোধের অনন্য ছোঁয়া।
advertisement
advertisement
অন্যদিকে আরেকটি ক্লাবের উদ্যোগ ছিল একেবারেই অন্যরকম। তাদের আলোকসজ্জায় উঠে আসে দেশের সাম্প্রতিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিচ্ছবি। আলোর খেলায় তৈরি করা হয়েছিল এক প্রতিকী যুদ্ধবিমান, আর তার নিচে লেখা ছিল অপারেশন সিঁদুর। দেশপ্রেম ও সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনন্য প্রদর্শনীর উদ্যোগ নিয়েছিল ক্লাবটি।
advertisement
এই দুই ট্যাবলো এবং আলোকসজ্জা যেন এবারের রাস উৎসবের অন্যতম মুখ হয়ে উঠেছে। দর্শনার্থীরা মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন সেই মুহূর্ত। সামাজিক মাধ্যমেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও। উৎসবের আবহের মধ্যেই দেশপ্রেম ও আধুনিক চিন্তার এমন মেলবন্ধন দাঁইহাটের রাস উৎসবকে এনে দিল যেন এক নতুন পরিচয়। <strong>(তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)</strong>
