বৃদ্ধাশ্রমে রেখে আসা 'বোঝা' বাবা-মায়েদের আবারও নতুন করে বাড়ছে কদর! ঠেলায় পড়ে খোঁজ নিচ্ছেন সন্তানরা

Last Updated:

প্রয়োজনে স্মরণ, ভালবাসায় নয় রানাঘাটের বৃদ্ধাশ্রমে হঠাৎ করেই খোঁজ খবর নেওয়া হচ্ছে ফেলে ‌যাওয়া বাবা মায়ের। রানাঘাটের পূর্বনগরের এক বৃদ্ধাশ্রমে আজও সময় থমকে আছে।

+
পরিবারের

পরিবারের অপেক্ষায় জালালার দিকে তাকিয়ে অসহায় বৃদ্ধ

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: প্রয়োজনে স্মরণ, ভালবাসায় নয় রানাঘাটের বৃদ্ধাশ্রমে হঠাৎ করেই খোঁজ খবর নেওয়া হচ্ছে ফেলে ‌যাওয়া বাবা মায়ের। রানাঘাটের পূর্বনগরের এক বৃদ্ধাশ্রমে আজও সময় থমকে আছে। একসময় যাঁরা ছিলেন পরিবারের স্তম্ভ, যাঁদের হাত ধরে সন্তানরা হাঁটতে শিখেছে, খেতে শিখেছে, জীবনের ভাল-মন্দ বুঝতে শিখেছে—আজ সেই বাবা-মায়েরাই পরিবারের কাছে ‘বোঝা’ হয়ে ঠাঁই পেয়েছেন এই আশ্রমের ছোট্ট ঘরে।
এখানে কারও চার বছর, কারও পাঁচ বছর কেটে গেছে প্রিয়জনের দেখা না পেয়ে। অনেকেই বলেন, শেষবারের মতো ছেলেদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ফোন কেটে দেওয়া হয়েছিল। তবু তাঁদের দিন কাটে জানলার ধারে বসে অতীতের স্মৃতিতে—সন্তানের ছোটবেলার দুষ্টুমি, স্কুলের প্রথম দিন, প্রথম জ্বরের রাতে নির্ঘুম প্রহর কাটানো—সবই এখন কেবল মনখারাপের গল্প।
advertisement
advertisement
এদিকে  রাজ্যজুড়ে ভোটার তালিকা নিয়ে ব্যস্ততা বেড়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় বাবার নাম প্রয়োজন হওয়ায় অনেক সন্তান হয়ত আবারও খোঁজ নেবেন এই বৃদ্ধ পিতা-মাতার। বেশ কয়কজন ইতিমধ্যেই ‌যোগা‌যোগ করেছেন। তাই এই আশাতেই বুক বাঁধছেন আশ্রমের আবাসিকরা হয়ত বহু বছর পর একবারের জন্য দেখতে পাবেন প্রিয় সন্তানের মুখটি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে আশ্রমের কর্মীরা বলছেন, “প্রয়োজনে অনেকে আসে, কিন্তু ভালবাসা নিয়ে কেউ ফিরে আসে না।” তাই এই বৃদ্ধাশ্রম যেন সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এক ছোট্ট দ্বীপ যেখানে একাকীত্ব, স্মৃতি আর অপেক্ষা মিলেমিশে আছে। বৃদ্ধ পিতা-মাতারা জানেন, প্রয়োজন ফুরোলেই হয়তো আবার ফুরিয়ে যাবে তাদের গুরুত্বও। তবু, একটিবারের জন্য সন্তানের মুখ দেখার আশাতেই তাঁরা বাঁচেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃদ্ধাশ্রমে রেখে আসা 'বোঝা' বাবা-মায়েদের আবারও নতুন করে বাড়ছে কদর! ঠেলায় পড়ে খোঁজ নিচ্ছেন সন্তানরা
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement