Weekend Trip: দিঘা-মন্দারমণি ফেল! শীতের উইকএন্ডে ঘুরে আসুন ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনি, শোনা যায় এখানে পাণ্ডবরা থেকেছেন!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
গড়বেতার গনগনি, শিলাবতী নদীর তীরে লাল মাটির খাদের অনন্য সৃষ্টি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত এই স্থান সূর্যাস্তের আলোয় হয়ে ওঠে মোহময়।
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের অন্তর্গত এক ছোট্ট গ্রাম গনগনি, আজ বাংলার ভ্রমণপ্রেমীদের কাছে এক জনপ্রিয় নাম। লাল মাটির উঁচুনিচু ভূমি, শিলাবতী নদীর শান্ত স্রোত, আর চারপাশের সবুজ কাজুবনের সমাহারে এই জায়গাকে বলা হয় “বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন”। প্রকৃতির এই অনন্য রূপ গড়ে তুলেছে এক ‘ভয়ঙ্কর সুন্দর’ পরিবেশ, যা একবার দেখলে ভোলার নয়।
কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত গনগনি পৌঁছানো যায় খুব সহজেই। পথে শাল, মহুয়া, কাজুবাদাম ও বেতগাছের ছায়া যেন যাত্রীদের স্বাগত জানায়। শিলাবতী নদীর তীরে দাঁড়িয়ে চোখে পড়ে লালচে মাটির খাদের পর খাদ—যেন প্রকৃতির হাতে গড়া এক শিল্পকর্ম। গনগনির আসল সৌন্দর্য ধরা পড়ে বিকেলের দিকে, যখন সূর্যাস্তের সময় আকাশে সোনালি আর কমলা আলো পড়ে নদীর জলে। সেই মুহূর্তে শিলাবতী নদীর রূপ মোহিত করে দেয় প্রত্যেক দর্শনার্থীকে। তবে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে হলে সূর্য ডোবার আগে নদীখাত থেকে উপরে উঠতে হয়, কারণ খাদের নিচে সূর্যাস্তের দৃশ্য সম্পূর্ণ দেখা যায় না।শীতের মরশুমে এই এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত পিকনিক স্পটে।
advertisement
আরও পড়ুন: চন্দ্রকোনায় রয়েছে বায়ুসেনার ঘাঁটি! গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আজ তা ভগ্নপ্রায় জঙ্গল, জানুন ঘাঁটির ইতিহাস
দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন বনভোজনের আনন্দ নিতে। একদিকে কাজুবাদামের জঙ্গলে পিকনিকের উচ্ছ্বাস, অপরদিকে শিলাবতীর ধারে হেঁটে বেড়ানো—দু’য়ের মেলবন্ধন গনগনিকে করেছে অনন্য। রাজ্য সরকারের উদ্যোগে গনগনিতে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার, যা এই এলাকার আকর্ষণ আরও বাড়িয়েছে। পরিবেশপ্রেমী ও আলোকচিত্রীদের কাছে এই স্থানটি এখন স্বর্গসমান। পাখির কূজন, লাল মাটির ধুলো, নদীর ঢেউ আর সূর্যের রঙের খেলায় গনগনি যেন নিজের গল্প বলে যায় প্রতিটি আগন্তুকের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুন: গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে যে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
যারা প্রকৃতিকে ভালবাসেন, নিস্তব্ধতা আর প্রাকৃতিক রূপে হারিয়ে যেতে চান, তাঁদের জন্য গড়বেতার গনগনি এক আদর্শ গন্তব্য। লাল মাটির এই ‘ভয়ঙ্কর সুন্দর’ রাজ্যে গেলে একবার অন্তত আপনার মনও বলবে — “এত সুন্দর প্রকৃতি, বাংলার বুকেই লুকিয়ে ছিল এতদিন!”
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 07, 2025 6:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: দিঘা-মন্দারমণি ফেল! শীতের উইকএন্ডে ঘুরে আসুন ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনি, শোনা যায় এখানে পাণ্ডবরা থেকেছেন!
