Moubani Sarkar Marriage: বরের নাম সৌম্য, হাতের মেহেন্দিতে জ্বলজ্বল করছে 'S'! মৌবনি সরকারের বিয়েতে দারুণ হইচই

Last Updated:
আজ সকাল থেকে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়৷ সরকার বাড়িতে হইচই কাণ্ড৷
1/9
আজ, ৩০ নভেম্বর, রবিবার, জাদুকর পিসি সরকারের মেয়ে মৌবনি সরকারের বিয়ে৷ পত্রিকায় মেয়ের বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার। সবার আগে পাত্র পাওয়া গিয়েছে মেজো মেয়ে মৌবনির জন্য।
আজ, ৩০ নভেম্বর, রবিবার, জাদুকর পিসি সরকারের মেয়ে মৌবনি সরকারের বিয়ে৷ পত্রিকায় মেয়ের বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার। সবার আগে পাত্র পাওয়া গিয়েছে মেজো মেয়ে মৌবনির জন্য।
advertisement
2/9
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনি। পাত্র চন্দননগরের সৌম্য রায়। শনিবার সরকার বাড়িতে আইবুড়ো ভাত হল মৌবনির।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনি। পাত্র চন্দননগরের সৌম্য রায়। শনিবার সরকার বাড়িতে আইবুড়ো ভাত হল মৌবনির।
advertisement
3/9
তিন মেয়ের একসঙ্গে বিজ্ঞাপন দিলেও এক মেয়েই আপাতত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
তিন মেয়ের একসঙ্গে বিজ্ঞাপন দিলেও এক মেয়েই আপাতত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
advertisement
4/9
এ বিষয়ে বাবা পিসি সরকারের বক্তব্য, তিনি এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার মেয়েদের জন্য পাত্রদের তালিকা বাছাই করে দিয়েছেন। মৌবনি নিজের বেটার হাফকে বেছে নিয়েছেন।
এ বিষয়ে বাবা পিসি সরকারের বক্তব্য, তিনি এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার মেয়েদের জন্য পাত্রদের তালিকা বাছাই করে দিয়েছেন। মৌবনি নিজের বেটার হাফকে বেছে নিয়েছেন।
advertisement
5/9
পাত্র চন্দননগরের সৌম্য রায়।
পাত্র চন্দননগরের সৌম্য রায়।
advertisement
6/9
বাকি দু’জন এখনও বাছাই করে উঠতে পারেননি।
বাকি দু’জন এখনও বাছাই করে উঠতে পারেননি।
advertisement
7/9
দীর্ঘাঙ্গী মেয়ে মুমতাজের আবার হাইটের বিষয় রয়েছে। তাই পাত্র পছন্দ করা ঠিক ততটা সহজ হচ্ছে না। আপাতত তাই মৌবনীই বাঁধা পড়ছেন সাত পাকে।
দীর্ঘাঙ্গী মেয়ে মুমতাজের আবার হাইটের বিষয় রয়েছে। তাই পাত্র পছন্দ করা ঠিক ততটা সহজ হচ্ছে না। আপাতত তাই মৌবনীই বাঁধা পড়ছেন সাত পাকে।
advertisement
8/9
বিয়ের আগের দিন বসেছিল মেহন্দির আসর৷ পাত্রী তো বটেই, মেহেন্দি পরলেন অন্য বোনেরা৷ মেহেন্দি পরলেন মৌবনির মা জয়শ্রী সরকারও৷
বিয়ের আগের দিন বসেছিল মেহন্দির আসর৷ পাত্রী তো বটেই, মেহেন্দি পরলেন অন্য বোনেরা৷ মেহেন্দি পরলেন মৌবনির মা জয়শ্রী সরকারও৷
advertisement
9/9
আজ সকাল থেকে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়৷ সরকার বাড়িতে হইচই কাণ্ড৷
আজ সকাল থেকে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়৷ সরকার বাড়িতে হইচই কাণ্ড৷
advertisement
advertisement
advertisement