Abhishek Sharma : ১৬টা ছক্কা, ১২ বলে ৫০, ৩২ বলে সেঞ্চুরি! রবিবার সকালে যা হল...বাংলার বোলারদের চোখে সর্ষে ফুল...!

Last Updated:

Abhishek Sharma 32 Ball Century : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ফেললেন পঞ্জাব তনয়। রবিবার সকালে তাঁর ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারের ম্যাচে ৩১০ রান করে ফেলল পঞ্জাব। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করলেন অভিষেক।

News18
News18
কলকাতা : ২০ ওভারে ৫ উইকেটে ৩১০ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে পঞ্চমবার কোনও দল এক ম্যাচে ৩০০-এর বেশি রান করল। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও ভদোদরার দখলে। ২০২৪ সালের ডিসেম্বরে সিকিমের বিরুদ্ধে ভাদোদরা ৫ উইকেটে ৩৪৯ রান করেছিল। আর এদিন সৈয়দ মুশতাক আলি টি২০-তে বাংলার বিরুদ্ধে পঞ্জাব করল ৩১০ রান।
এই ম্যাচটি হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে চলছে। পঞ্জাব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক অভিষেক শর্মা নিজের সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক প্রমাণ করেছেন।
পুরুষদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত অর্ধশতক করেছিলেন নেপালের দিপেন্দ্র সিং আইরি। সেপ্টেম্বর ২০২৩-এ হাংঝো এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে এই কীর্তি গড়েন। ভারতের অশুতোষ শর্মা এই তালিকায় দ্বিতীয় স্থানে। তিনি ২০২৩–২৪ মুশতাক আলি ট্রফিতে রেলওয়ের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১ বলে অর্ধশতক করেন।
advertisement
advertisement
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান এবং কোনও ভারতীয় খেলোয়াড়ের যৌথভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করে ফেললেন অভিষেক শর্মা। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ বলে ৫০ করেছিলেন যুবরাজ সিং। এবার ঘরোয়া ক্রিকেটে তাঁরই শিষ্য সেই কাজটা ফের করে দেখালেন।
আরও পড়ুন- আইপিএল থেকে নাম তুলে পাকিস্তানের লিগে খেলতে চলেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক! হঠাৎ কী ঘটল
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ফেললেন পঞ্জাব তনয়। রবিবার সকালে তাঁর ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারের ম্যাচে ৩১০ রান করে ফেলল পঞ্জাব। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করলেন অভিষেক।
advertisement
তিনি এদিন ৩২ বলে ১১টি ছক্কা এবং ৭টি চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। মোট ৫২ বলে ১৪৮ রান করেন অভিষেক, যার মধ্যে ১৬টি ছক্কা এবং ৮টি চার ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি অভিষেক শর্মার অষ্টম সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে অভিষেক এখন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সমান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Abhishek Sharma : ১৬টা ছক্কা, ১২ বলে ৫০, ৩২ বলে সেঞ্চুরি! রবিবার সকালে যা হল...বাংলার বোলারদের চোখে সর্ষে ফুল...!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement