এতদিন পর্যন্ত এই রেডিও চালাতেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের প্রশিক্ষিত সদস্যরা। তবে এবার রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাতেই যুক্ত হল এই বিকল্প যোগাযোগের মাধ্যম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে এবার থেকে হ্যাম রেডিও চালাবেন রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীরা। ইতিমধ্যেই এই দুই জেলার মোট ২৭ জন সিভিল ডিফেন্স কর্মী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অ্যামেচার রেডিও লাইসেন্স পেয়েছেন বলেই জানা গিয়েছে। এর ফলে, দুর্যোগ মোকাবিলার সময় প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: পচা গরমে আরেক অশান্তি! জলপ্রকল্প পেয়েও জলকষ্ট! আসল কারণ বেতন বাকি
এই উদ্যোগে মূল ভূমিকা নিয়েছে সোদপুরের ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। ক্লাবের পক্ষ থেকে দুই জেলার প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়, যাতে সিভিল ডিফেন্স কর্মীরা প্রশিক্ষণ নিয়ে হ্যাম রেডিও লাইসেন্স পরীক্ষায় বসেন। এই প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীরা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁরা কেন্দ্রীয় সরকারের অধীনে লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, এই প্রথমবার প্রশাসনিকভাবে সিভিল ডিফেন্স কর্মীরা হ্যাম রেডিও অপারেট করবেন। এটা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনায় একটি বড় সাফল্য। সুন্দরবনের মত দুর্গম এলাকায়, যেখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে — সেসব স্যাডোজোনে হ্যাম রেডিও একমাত্র কার্যকর মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সেই অভিজ্ঞতা এবার প্রশাসনের নিজস্ব ব্যবস্থার অংশ হতে চলেছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের এই প্রযুক্তিগত দক্ষতা ভবিষ্যতে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, নির্বাচনের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্যের এই উদ্যোগ সফল হলে অন্যান্য জেলাতেও এই মডেল প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।
Rudra Narayan Roy






