Historical Archive: তালপাতা থেকে তুলোটে কাগজ...প্রাচীন ইতিহাসের আকর সযত্নে রাখা রয়েছে এই গ্রামের পরিব্রাজক সংগ্রহশালায়
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Historical Archive: প্রাচীন কালে তালপাতাতে লেখার চল ছিল। আর বই বলতে পুঁথি।প্রাচীন ও মধ্যযুগীয় সময়ে হাতে লেখা বই বা গ্রন্থ। সাধারণত তালপাতা, তুলোর কাগজ বা ভূর্জপত্রে লেখা হত পুঁথি।
শাহপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: প্রাচীন কালে তালপাতাতে লেখার চল ছিল। আর বই বলতে পুঁথি।প্রাচীন ও মধ্যযুগীয় সময়ে হাতে লেখা বই বা গ্রন্থ। সাধারণত তালপাতা, তুলোর কাগজ বা ভূর্জপত্রে লেখা হত পুঁথি। পুঁথিতে ধর্মগ্রন্থ, মহাকাব্য, পুরাণ, কাব্য, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা ইত্যাদি বিষয়ক লেখা থাকত। পুঁথি প্রাচীন ও মধ্যযুগীয় সময়ে জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। সেই পুঁথি আজও আছে পশ্চিম মেদিনীপুরের বাসুদেবপুর গ্রামের এক সংগহশালাতে।
দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামে পুরনো দিনের ঐতিহ্য আজও উজ্জ্বল। এখানে অবস্থিত পরিব্রাজক সংগহশালাতে আজও সব ঐতিহ্যকে সংরক্ষণ করা হয়েছে। এবং তার যথাযথ রক্ষণাবেক্ষণও চলছে। এখানে পুঁথি, তালপাতা ও তুলোর কাগজে লেখা পুঁথি রয়েছে, যা পুরনো দিনের শিক্ষা ও সংস্কৃতির এক ঐতিহাসিক নিদর্শন। এই গ্রামে পুরনো দিনের একাধিক জিনিস আজও সযত্নে রাখা আছে, যা নতুন প্রজন্মের জন্য এক বিরল ঐতিহ্য। বাসুদেবপুর গ্রামের এই পুরনো জিনিসগুলি গ্রামের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জিনিসগুলি দেখে গ্রামের প্রবীণরা তাদের ছোটবেলার দিনগুলির কথা মনে করতে পারেন।
advertisement
পুঁথি, তালপাতা ও তুলোর কাগজে লেখা পুঁথিগুলি পুরোনো দিনের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই জিনিসগুলি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এই গ্রামে পুরনো দিনের জিনিসগুলির মধ্যে রয়েছে : পুঁথি- পুরনো দিনের পুঁথিগুলি তালপাতা বা তুলোর কাগজে লেখা হত। এই পুঁথিগুলি পুরনো দিনের শিক্ষা ও সংস্কৃতির পরিচয় দেয়। রয়েছে তালপাতার পুঁথি তালপাতা পুরনো দিনের লেখার একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। তালপাতায় লেখা পুঁথিগুলি আজও এই গ্রামে পাওয়া যায়।
advertisement
advertisement
আরও পড়ুন : নিকোনো মাটির দেওয়ালে রঙিন আলপনা, ভরা হেমন্তে কৃষি-পার্বণে মেতে উঠেছে গ্রামবাংলা
এছাড়াও তুলোর কাগজ পুরনো দিনের আরও একটি গুরুত্বপূর্ণ লেখার উপাদান ছিল। তুলোর কাগজে লেখা পুঁথিগুলি আজও এই গ্রামে সংরক্ষিত আছে। এই গ্রামে রয়েছে সংগ্রহশালা। পরিব্রাজক সংগ্রহশালা।যেখানে পুরনো দিনের ঐতিহ্যপূর্ণ জিনিসগুলি সংরক্ষণ করা রাখা হয়েছে । এই সমস্ত জিনিসগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হয়ে থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 7:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Historical Archive: তালপাতা থেকে তুলোটে কাগজ...প্রাচীন ইতিহাসের আকর সযত্নে রাখা রয়েছে এই গ্রামের পরিব্রাজক সংগ্রহশালায়
