Rural Festival: নিকোনো মাটির দেওয়ালে রঙিন আলপনা, ভরা হেমন্তে কৃষি-পার্বণে মেতে উঠেছে গ্রামবাংলা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Rural Festival: সহরাই পরবে মাতোয়ারা জঙ্গলমহলবাসী, মাটির দেওয়ালে ফুটে উঠেছে রংবেরঙের চিত্রকলা!
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : জঙ্গলমহলের অন্যতম উৎসব সহরাই। সাঁওতাল সমাজে মানুষজন এই পরবে মাতোয়ারা হয়ে থাকেন। এটি মূলত একটি কৃষি উৎসব। পাঁচদিন-পাঁচরাত ধরে চলে এই উৎসব। বাঙালির দুর্গোৎসবের মতো সাঁওতাল সমাজে সহরাইয়ের গুরুত্ব রয়েছে। সহরাই পরবের অন্যতম আকর্ষণীয় দিক হল আলপনা এবং দেওয়াল চিত্র।
সহরাই-এর বেশ কিছুদিন আগে থেকে চলে ঘরদোর পরিষ্কারের কাজ। বর্ষায় ধুয়ে যাওয়া দেওয়ালের গায়ে নতুন মাটি লেপে তকতকে করা হয় মাটির বাড়িগুলিকে। নতুন দেওয়ালে বাড়ির মেয়েরা নানা চিত্রকলা ফুটিয়ে তোলেন। পরবের দিনগুলিতে সুন্দর করে নিকানো উঠোনে দেন আলপনা। এই সুন্দর চিত্রকলা দেখে মনে হয় গ্রামগুলো যেন এক টুকরো রঙিন ক্যানভাস। পুরুলিয়ার বলরামপুরের বেলা অঞ্চলের ইচাডি গ্রামে সহরাই পরবকে কেন্দ্র করে সাজো সাজো রব। রং তুলির সাজে সেজে উঠেছে গোটা গ্রাম। গ্রামের মাটির বাড়িগুলি যেন এক একটি ক্যানভাস।
advertisement
আরও পড়ুন : সব বাড়ি-জমি স্নেহভরে সন্তানদের দেওয়ার মাশুল! অসহায় গৃহহীন বৃদ্ধ দম্পতির ঠাঁই গাছতলায়…তার পর…
advertisement
এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন, দুর্গাপুজোর পর থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। বাড়িতে নতুন মাটি দেওয়া থেকে বাড়ির রং করা সবটাই করেন তারা। বাড়ির মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই কাজে হাত লাগান। তাদের প্রধান উৎসব এটি। ধুমধামের সঙ্গে প্রতিবছরই এই সময় তারা এই উৎসব পালন করে থাকেন। সহরাই পরব শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি সাঁওতাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সম্পর্কের প্রতীক।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 7:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rural Festival: নিকোনো মাটির দেওয়ালে রঙিন আলপনা, ভরা হেমন্তে কৃষি-পার্বণে মেতে উঠেছে গ্রামবাংলা
