Helpless Old Couple: সব বাড়ি-জমি স্নেহভরে সন্তানদের দেওয়ার মাশুল! অসহায় গৃহহীন বৃদ্ধ দম্পতির ঠাঁই গাছতলায়...তার পর...
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Helpless Old Couple: ছোট ছেলে ও বড় ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বড় ছেলে সীমানা বরাবর উঁচু পাঁচিল তুলে দেয়, যা নিয়ে শুরু হয় তিক্ততা
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে ঘটেছে এক বেদনাদায়ক ঘটনা। সম্পত্তির জন্য আজ ৮৪ বছরের নিমাই শর্মা ও তাঁর স্ত্রী নমিতা শর্মাকে (৭৮) গাছতলায় আশ্রয় নিতে হয়েছে। নিমাইবাবু একসময় জুটমিলের কর্মচারী ছিলেন। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে বহু কষ্টে সংসার চালিয়েছেন। ছেলেদের বিবাহের পরই স্নেহভরে বাড়ির সম্পত্তি দুই ছেলের নামে লিখে দেন। বড় ছেলের একটি বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে থাকায় তাঁর নামে দু শতক জমিও দান করেন। কিন্তু সেই দানই যে জীবনের কাল হয়ে দাঁড়াবে, তা ভাবতেও পারেননি তিনি।
ছোট ছেলে ও বড় ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বড় ছেলে সীমানা বরাবর উঁচু পাঁচিল তুলে দেয়, যা নিয়ে শুরু হয় তিক্ততা। স্থানীয়রা মাপজোখ করে দেখেন, পাঁচিলটি ছোট ছেলের জমিতে ঢুকে পড়েছে। বিষয়টি নিয়ে বৃদ্ধ বাবা কথা বলায় দুই ছেলের কাছেই অপ্রিয় হয়ে ওঠেন নিমাইবাবু ও তাঁর স্ত্রী। লাঞ্ছনা-অপমান সইতে না পেরে তাঁরা ভাড়াবাড়িতে ওঠেন। কিন্তু অভিযোগ, বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় বাড়িওয়ালা তাঁদের তাড়িয়ে দেন। শেষমেশ আশ্রয় মেলে গ্রামের গাছতলায়।
advertisement
আরও পড়ুন : শীত পড়তেই ফোলা হাঁটু? গাঁটে গাঁটে বাতের ব্যথায় চোখে জল? এই ৩ খাবার খেলেই আপনাকে ছেড়ে পালাবে আর্থ্রাইটিস!
বৃদ্ধ দম্পতির অসহায় অবস্থার খবর পেয়ে “সমব্যথী সমাজ কল্যাণ সমিতি”র সদস্যরা এগিয়ে আসেন। তাঁদের উদ্যোগে নিমাইবাবুর নিজের জমির এক কোণে টিনের ঘর ও বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে। দুই ছেলে পাকা বাড়িতে থাকলেও মা-বাবার খোঁজ রাখেন না। তবুও নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে বৃদ্ধ দম্পতি কৃতজ্ঞ ও সন্তুষ্ট।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 29, 2025 7:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Helpless Old Couple: সব বাড়ি-জমি স্নেহভরে সন্তানদের দেওয়ার মাশুল! অসহায় গৃহহীন বৃদ্ধ দম্পতির ঠাঁই গাছতলায়...তার পর...








