লহরিয়া শিব মন্দির প্রাঙ্গণে এই টয়লেটের ব্যবস্থা করা হয়। জেলা পরিষদের ২৫ লক্ষ টাকা অর্থ ব্যয়ে করা হয় এই কমিউনিটি টয়লেট। অযোধ্যা পাহাড়ে ওঠা-নামার অন্যতম রাস্তা হল এই লহরিয়া শিব মন্দির। টুরিস্ট বাস থেকে শুরু করে ছোট-বড় গাড়ি এই মন্দির প্রাঙ্গণেই দাঁড়ায়। পিকনিকের সিজনে বহু মানুষের সমাগম হয় এখানে। তাই এই এলাকায় কমিউনিটি টয়লেট হওয়ায় অনেকটাই সুবিধা হবে পর্যটকদের।
advertisement
আরও পড়ুন: ১০০ টাকার শিম ৩০ টাকা! হুড়মুড়িয়ে দাম কমতেই মাথায় হাত চাষিদের, ফের কবে মিলবে ভাল দাম
এ বিষয়ে লহরিয়া পর্যটন কমিটির ডিরেক্টর নিবারণ চন্দ্র মাহাতো বলেন, এই কমিউনিটি টয়লেট হওয়ায় খুবই সুবিধা হয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই টয়লেটের। সেই দাবি জেলা পরিষদ থেকে পূরণ করা হয়েছে। এর ফলে পুরুলিয়ার পর্যটন আরও সমৃদ্ধ হয়েছে। পর্যটকদের সুবিধার্থে অযোধ্যা পাহাড়ে তৈরি করা হয়েছে কমিউনিটি টয়লেট। অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হতেই এই উদ্যোগ নিল জেলা পরিষদ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছর শীতের সময় পর্যটকদের আগমনের পাশাপাশি পিকনিকের ঢল নামে অযোধ্যা পাহাড়ে। স্থানীয় বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় করেন। কিন্তু এলাকায় শৌচাগারের ব্যবস্থা না থাকায় অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হত পর্যটকদের। এই কমিউনিটি টয়লেট হওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন।





