১০০ টাকার শিম ৩০ টাকা! হুড়মুড়িয়ে দাম কমতেই মাথায় হাত চাষিদের, ফের কবে মিলবে ভাল দাম

Last Updated:

আগের বছর এই সময় শিম বিক্রি হত প্রায় ১০০ টাকা কেজি দরে। কিন্তু এবছর দাম নেমে এসেছে মাত্র ৩৫ থেকে ৪০ টাকায়।

+
শিম

শিম চাষ

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলের বিভিন্ন গ্রামে এখন পুরোদমে চলছে শীতকালীন শিম চাষ। শিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি। আগাম সবজি হিসেবে চাষিরা এই সময় শিম চাষ শুরু করেন ভাল দামের আশায়। কিন্তু এবার সেই আশায় জল ঢেলেছে বাজারদর পতন।
চাষিদের দাবি, আগের বছর এই সময় শিম বিক্রি হত প্রায় ১০০ টাকা কেজি দরে। কিন্তু এবছর দাম নেমে এসেছে মাত্র ৩৫ থেকে ৪০ টাকায়। ফলে হতাশায় ভুগছেন হরিহরপাড়া এলাকার শিম চাষিরা।
advertisement
advertisement
প্রতিদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ার মিয়ারবাগান পাইকারি হাটে এলাকার কৃষকেরা শিম বিক্রি করতে আসেন। কৃষক নাজির সেখ জানিয়েছেন, “এক বিঘা জমিতে চাষ করতে খরচ পড়ে প্রায় ১৮ হাজার টাকা। একদিন বাদে বাদে কীটনাশক স্প্রে করতে হয়। প্রতিদিন গাছে যত্ন নিতে হয়। গত হাটে ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজকে দাম অনেকটাই কমে গেছে। দিন দিন পড়ছে দাম, চিন্তায় আছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে চাষিরা জানিয়েছেন, শিম গাছে জাব পোকা, থ্রিপস, পড বোরার ইত্যাদির আক্রমণ হতে পারে। জাব পোকা নতুন ডগা, পাতা, ফুল ও ফল ইত্যাদির রস চুষে খায়। নিমের বীজের শাঁস পিসে জলে মিশিয়ে স্প্রে করে এদের দমন করা যায়। ভাইরাস আক্রান্ত গাছগুলো মাটিসহ উঠিয়ে গভীর গর্তে পুঁতে দিতে হবে।
advertisement
স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, মিয়ারবাগান হাট থেকেই প্রতিদিন শিম চলে যায় বিহার ও কলকাতার শিয়ালদহ বাজারে। তবে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়েছে বলে দাবি তাঁদের। চাষিদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি চাহিদা বাড়ে, তাহলে হয়ত কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন তারা। এখন অপেক্ষা বাজারের দামের উত্থানের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০ টাকার শিম ৩০ টাকা! হুড়মুড়িয়ে দাম কমতেই মাথায় হাত চাষিদের, ফের কবে মিলবে ভাল দাম
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement