Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রুক্মিণী, টলি অভিনেত্রীকে দেখতে ঢল নামল ভক্তদের! জানুন কোথায়

Last Updated:

জগদ্ধাত্রী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল খোদ রুক্মিণী মৈত্রকে। তাই উদ্বোধনের পাশাপাশি রুক্মিণী মৈত্রকে দেখতে ভিড় পুজো মণ্ডপে।

+
জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রুক্মিণী

ন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চন্দ্রকোনায় চলছে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো। আর পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। তাই এই পুজো এখন এলাকার মানুষের কাছে উৎসব সমান। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল খোদ রুক্মিণী মৈত্রকে। তাই উদ্বোধনের পাশাপাশি রুক্মিণী মৈত্রকে দেখতে ভিড় পুজো মণ্ডপে।
চন্দ্রকোনা মিলন মেলা কমিটির পরিচালনায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। এবছর চন্দ্রকোনার সুরের হাট মাঠের জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলা নবম বর্ষে পদার্পণ করল।‍ এই উপলক্ষ্যে একটি শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে রুক্মিণী মৈত্র পুজোর উদ্বোধন করেন।
advertisement
advertisement
উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই বছর নবম বর্ষে পদার্পণ করল চন্দ্রকোনা সুরেরহাট মিলন মেলা কমিটির এই জগদ্ধাত্রী পুজো। পুজোকে ঘিরে কয়েকটি দিন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজন এলাকায় করা হয়েছে। পুজোকে ঘিরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে মেলা, যা এলাকার মানুষের জন্য একটি উৎসব বলা চলে।বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি জগদ্ধাত্রী পুজো যা দেবী দুর্গার একটি রূপ জগদ্ধাত্রীকে উৎসর্গ করা হয়। বাংলায় জগদ্ধাত্রী পুজোর ইতিহাস বেশ পুরনো এবং আকর্ষণীয়। এই পুজোটি দেবী জগদ্ধাত্রীকে উৎসর্গ করা হয়, যিনি দেবী দুর্গার একটি রূপ। বিভিন্ন ঐতিহাসিক সূত্র এবং লোককথা অনুসারে, বাংলায় জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল প্রথম নদিয়ার কৃষ্ণনগরে, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি জনপ্রিয় কাহিনি অনুসারে, রাজা কৃষ্ণচন্দ্র রায় ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং নবাব মীর কাশিমের হাতে বন্দি হন। বন্দি দশায় তিনি দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে পারেননি, যা তাঁকে গভীরভাবে মর্মাহত করে। রাজা কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্ত হয়ে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। অনেকের মতে, কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। তবে এখন শুধু চন্দননগর কিংবা কৃষ্ণনগর না দিকে দিকে পালিত হচ্ছে জগদ্ধাত্রী উৎসব। পশ্চিম মেদিনীপুরও তার অন‍্যথা নয়। এখানেও বেশ জাঁকিয়ে চলছে পুজো। তবে কিছু ঐতিহাসিক সূত্র এবং প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় যে, জগদ্ধাত্রী পুজো কৃষ্ণচন্দ্র রায়ের অনেক আগে থেকেই বাংলায় প্রচলিত ছিল। প্রাচীন মন্দিরের গাত্রে জগদ্ধাত্রীর মূর্তি এবং বিভিন্ন পুঁথিতে দেবীর উল্লেখ পাওয়া যায়।
advertisement
জগদ্ধাত্রী পুজো বর্তমানে বাংলার অন্যতম প্রধান উৎসব, যা দেবী জগদ্ধাত্রীর প্রতি ভক্তি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। চন্দ্রকোনা সুরেরহাট মিলন মেলা কমিটির এই জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলা এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা তাদের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য গড়ে তোলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রুক্মিণী, টলি অভিনেত্রীকে দেখতে ঢল নামল ভক্তদের! জানুন কোথায়
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement