Purulia Tourism: অযোধ্যা পাহাড় ঘুরতে গিয়ে 'প্রকৃতির ডাকে' হন্তদন্ত! আর চিন্তা নেই, বড় ব্যবস্থা করে দিল প্রশাসন
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
রাজ্যের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। কম-বেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে এই জেলায়।
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্যের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। কম-বেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে এই জেলায়। আর পুরুলিয়ার পর্যটন মানেই অযোধ্যা পাহাড়। এখানে বহু পর্যটকদের ঢল নামে বছরের বিভিন্ন সময়তে। অযোধ্যা পাহাড়ে সমস্ত পর্যটন কেন্দ্রে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা নেই। এর ফলে সমস্যার মধ্যে পড়তে হয় পর্যটকদের। তাই পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে চলতি পর্যটনের মরশুমের পূর্বেই একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হল অযোধ্যা পাহাড়ে।
লহরিয়া শিব মন্দির প্রাঙ্গণে এই টয়লেটের ব্যবস্থা করা হয়। জেলা পরিষদের ২৫ লক্ষ টাকা অর্থ ব্যয়ে করা হয় এই কমিউনিটি টয়লেট। অযোধ্যা পাহাড়ে ওঠা-নামার অন্যতম রাস্তা হল এই লহরিয়া শিব মন্দির। টুরিস্ট বাস থেকে শুরু করে ছোট-বড় গাড়ি এই মন্দির প্রাঙ্গণেই দাঁড়ায়। পিকনিকের সিজনে বহু মানুষের সমাগম হয় এখানে। তাই এই এলাকায় কমিউনিটি টয়লেট হওয়ায় অনেকটাই সুবিধা হবে পর্যটকদের।
advertisement
advertisement
এ বিষয়ে লহরিয়া পর্যটন কমিটির ডিরেক্টর নিবারণ চন্দ্র মাহাতো বলেন, এই কমিউনিটি টয়লেট হওয়ায় খুবই সুবিধা হয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই টয়লেটের। সেই দাবি জেলা পরিষদ থেকে পূরণ করা হয়েছে। এর ফলে পুরুলিয়ার পর্যটন আরও সমৃদ্ধ হয়েছে। পর্যটকদের সুবিধার্থে অযোধ্যা পাহাড়ে তৈরি করা হয়েছে কমিউনিটি টয়লেট। অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হতেই এই উদ্যোগ নিল জেলা পরিষদ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছর শীতের সময় পর্যটকদের আগমনের পাশাপাশি পিকনিকের ঢল নামে অযোধ্যা পাহাড়ে। স্থানীয় বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় করেন। কিন্তু এলাকায় শৌচাগারের ব্যবস্থা না থাকায় অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হত পর্যটকদের। এই কমিউনিটি টয়লেট হওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Oct 29, 2025 7:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: অযোধ্যা পাহাড় ঘুরতে গিয়ে 'প্রকৃতির ডাকে' হন্তদন্ত! আর চিন্তা নেই, বড় ব্যবস্থা করে দিল প্রশাসন









