প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সব নাগরিকের ভূমির সঙ্গে সম্পর্ক রয়েছে। আবার, প্রাপ্তবয়স্ক হওয়ার পর ক্রয় কিংবা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হওয়ার সময় দেখা যায় বেশিরভাগ মানুষেরই ভূমি ব্যবস্থাপনার মৌলিক বিষয়েও ন্যূনতম ধারণা থাকে না। অনেক ক্ষেত্রে জমি কেনা বেচা, দলিল কিভাবে তৈরি করতে হয়, অথবা পর্চা, দাগ নম্বর কিভাবে বার করতে হয় এ নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয়’ এবং ‘জমি ক্রয়ের পর যা করণীয়’ অংশে মূলত নতুনভাবে জমির মালিকানা লাভের পর করণীয় ও বর্জনীয় ব্যাপারে সাধারণ পরামর্শ দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে ভূমি দফতরের অফিসে গেলে কিভাবে সমস্যার সমাধান করতে হবে বুঝতে না পেরে দালাল চক্করে পড়েন।
advertisement
আরও পড়ুন: Business Opportunity: পেয়ারা চাষে ঝোঁক বাড়ছে! একটি চাষে অতি সহজেই মালামাল হওয়ার বিরাট সুযোগ
এই সমস্যা সমাধানে নিজেরাই কিভাবে কাজগুলি করতে পারবেন সে নিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠ দেন ভূমি দপফতরের আধিকারিকরা। এ ধরনের মৌলিক ভূমি জ্ঞান প্রদান একটি অধিকতর অবহিত ও সচেতন স্মার্ট সমাজ গঠনে অবদান রাখবে বলে মনে করছেন অনেকেই। জুলফিকার মোল্লা