Business Opportunity: পেয়ারা চাষে ঝোঁক বাড়ছে! একটি চাষে অতি সহজেই মালামাল হওয়ার বিরাট সুযোগ

Last Updated:
বর্তমানে পেয়ারার চাষ বেড়ে চলেছে উত্তরে। ভবিষ্যতে উত্তরবঙ্গে পেয়ারা চাষীরা এই চাষ করে প্রচুর লাভবান হতে পারেন । পেয়ারা অর্থকরী ফল। পেয়ারা বিক্রি করে কৃষক এখন লাভের মুখ দেখছেন।
1/10
শিলিগুড়ি : ভারত কৃষিনির্ভর দেশ হলেও বর্তমানে যুব প্রজন্ম কৃষিকাজে খুব একটা আগ্রহ দেখায় না। অনেকেরই ধারণা, কৃষিকাজ করে ধনী হওয়া তো দূর, লাভের মুখটুকুও দেখা যায় না। তবে এই ধারণাকেই ভুল প্রমাণ করে নজির গড়েছেন লস্কর পরিবার। রিপোর্টিং অনির্বাণ রায় ৷ প্রতীকী ছবি ৷
শিলিগুড়ি : ভারত কৃষিনির্ভর দেশ হলেও বর্তমানে যুব প্রজন্ম কৃষিকাজে খুব একটা আগ্রহ দেখায় না। অনেকেরই ধারণা, কৃষিকাজ করে ধনী হওয়া তো দূর, লাভের মুখটুকুও দেখা যায় না। তবে এই ধারণাকেই ভুল প্রমাণ করে নজির গড়েছেন লস্কর পরিবার। রিপোর্টিং অনির্বাণ রায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
২০ বছর আগে বারুইপুর থেকে হাফিজা এবং তাঁর পরিবার শিলিগুড়ি এসেছিল। বারুইপুরের পেয়ারার কথা আমাদের সকলেরই জানা। সেই পেয়ারার চারা এনে গজলডোবা এলাকায় তাঁরা পেয়ারা বাগান শুরু করেন। ব্যস তারপর আর পিছিয়ে থাকতে হয়নি। প্রতীকী ছবি ৷
২০ বছর আগে বারুইপুর থেকে হাফিজা এবং তাঁর পরিবার শিলিগুড়ি এসেছিল। বারুইপুরের পেয়ারার কথা আমাদের সকলেরই জানা। সেই পেয়ারার চারা এনে গজলডোবা এলাকায় তাঁরা পেয়ারা বাগান শুরু করেন। ব্যস তারপর আর পিছিয়ে থাকতে হয়নি। প্রতীকী ছবি ৷
advertisement
3/10
এই পেয়ারা বাগান দিয়েই দিব্যি চলছে তাদের সংসার। সারা বছর এই গাছ থেকে পেয়ারা পাওয়া যায়। দার্জিলিং , শিলিগুড়ি, ধুপুগুড়ি, উত্তরবঙ্গের সব জায়গাতেই তাদের গাছের পেয়ারা যায়। প্রতীকী ছবি ৷
এই পেয়ারা বাগান দিয়েই দিব্যি চলছে তাদের সংসার। সারা বছর এই গাছ থেকে পেয়ারা পাওয়া যায়। দার্জিলিং , শিলিগুড়ি, ধুপুগুড়ি, উত্তরবঙ্গের সব জায়গাতেই তাদের গাছের পেয়ারা যায়। প্রতীকী ছবি ৷
advertisement
4/10
হাফিজা জানিয়েছেন, তার জমিতে প্রায় ২ হাজার পেয়ারার গাছ রয়েছে। ১০ বিঘা জমির উপর তাদের পেয়ারা বাগান। শুরুতে অল্প জায়গাতেই শুরু করেছিলেন। প্রতীকী ছবি ৷
হাফিজা জানিয়েছেন, তার জমিতে প্রায় ২ হাজার পেয়ারার গাছ রয়েছে। ১০ বিঘা জমির উপর তাদের পেয়ারা বাগান। শুরুতে অল্প জায়গাতেই শুরু করেছিলেন। প্রতীকী ছবি ৷
advertisement
5/10
তবে এখন ধীরে ধীরে অনেকটা জায়গা জুড়েই এই চাষ করছেন তারা । তার কথায়, চারা লাগানোর ৬ মাসের মধ্যে প্রতিটি গাছে পেয়ারা ধরবে। গাছ থেকে পেয়ারা পেড়ে বাজারজাত করার সঙ্গে সঙ্গে আবার নতুন করে প্রতিটি গাছে প্রচুর পেয়ারা ধরতে শুরু করবে। প্রতীকী ছবি ৷
তবে এখন ধীরে ধীরে অনেকটা জায়গা জুড়েই এই চাষ করছেন তারা । তার কথায়, চারা লাগানোর ৬ মাসের মধ্যে প্রতিটি গাছে পেয়ারা ধরবে। গাছ থেকে পেয়ারা পেড়ে বাজারজাত করার সঙ্গে সঙ্গে আবার নতুন করে প্রতিটি গাছে প্রচুর পেয়ারা ধরতে শুরু করবে। প্রতীকী ছবি ৷
advertisement
6/10
সেগুলি বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। তারা সারাবছর এই পেয়ারা গাছের পরিচার্যা করে থাকেন। গাছের পেয়ারা পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়। এতে পোকার আক্রমণ থেকে রেহাই পায়। পেয়ারা বাগানে দুই থেকে তিন সপ্তাহ পর পর জল সেচ ও স্প্রে দিতে হয়। প্রতীকী ছবি ৷
সেগুলি বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। তারা সারাবছর এই পেয়ারা গাছের পরিচার্যা করে থাকেন। গাছের পেয়ারা পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়। এতে পোকার আক্রমণ থেকে রেহাই পায়। পেয়ারা বাগানে দুই থেকে তিন সপ্তাহ পর পর জল সেচ ও স্প্রে দিতে হয়। প্রতীকী ছবি ৷
advertisement
7/10
কৃষি বিশেষজ্ঞ দীপন মন্ডল বলেন, ' এক বিঘার একটি বাগানে সর্বোচ্চ ৭০টা গাছ লাগানো যেতে পারে। প্রতি গাছ থেকে ৫০ কেজি পেয়ারা প্রতিবার তোলা যাবে। পেয়ারা গাছ প্রথম বছর যা ফল দেয়, দ্বিতীয় বছর থেকে সেই পরিমাণ বাড়তে থাকে। প্রতীকী ছবি ৷
কৃষি বিশেষজ্ঞ দীপন মন্ডল বলেন, ' এক বিঘার একটি বাগানে সর্বোচ্চ ৭০টা গাছ লাগানো যেতে পারে। প্রতি গাছ থেকে ৫০ কেজি পেয়ারা প্রতিবার তোলা যাবে। পেয়ারা গাছ প্রথম বছর যা ফল দেয়, দ্বিতীয় বছর থেকে সেই পরিমাণ বাড়তে থাকে। প্রতীকী ছবি ৷
advertisement
8/10
চারা গাছ লাগানোর জন্য প্রথম বছরে বিঘা প্রতি খরচ হয় ১০ হাজার টাকা। তার পরে খরচ তেমন কিছু হয় না। পোকা লাগলে গাছে জল, কীটনাশক স্প্রে করা হয়।এছাড়াও পেয়ারা বাগানের মধ্যে আদা এবং হলুদের চাষ করে কৃষক বাড়তি আয় করতে পারেন। প্রতীকী ছবি ৷
চারা গাছ লাগানোর জন্য প্রথম বছরে বিঘা প্রতি খরচ হয় ১০ হাজার টাকা। তার পরে খরচ তেমন কিছু হয় না। পোকা লাগলে গাছে জল, কীটনাশক স্প্রে করা হয়।এছাড়াও পেয়ারা বাগানের মধ্যে আদা এবং হলুদের চাষ করে কৃষক বাড়তি আয় করতে পারেন। প্রতীকী ছবি ৷
advertisement
9/10
শীতকালীন সব্জি মটর শুটি ও বরবটি চাষ করতে পারেন তাঁরা। এ সব চাষ করে কৃষক পেয়ারা বাগানের খরচ তুলতে পারেন। হাফিজা লস্কর জানান, 'আমাদের বাগানে সারা বছরই এ পেয়ারা উৎপাদিত হয়। এতে তার প্রতিদিনই আয়ের সুযোগ থাকে। প্রতীকী ছবি ৷
শীতকালীন সব্জি মটর শুটি ও বরবটি চাষ করতে পারেন তাঁরা। এ সব চাষ করে কৃষক পেয়ারা বাগানের খরচ তুলতে পারেন। হাফিজা লস্কর জানান, 'আমাদের বাগানে সারা বছরই এ পেয়ারা উৎপাদিত হয়। এতে তার প্রতিদিনই আয়ের সুযোগ থাকে। প্রতীকী ছবি ৷
advertisement
10/10
সামউলের পেয়রা বাগান দেখে অনেকেই পেয়ারা চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমরা আমাদের প্রকল্প থেকে আগ্রহী কৃষকদেরও সহায়তা করবো। প্রতীকী ছবি ৷
সামউলের পেয়রা বাগান দেখে অনেকেই পেয়ারা চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমরা আমাদের প্রকল্প থেকে আগ্রহী কৃষকদেরও সহায়তা করবো। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement