TRENDING:

Mother-Son: মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মা বেঁচে গেলেন, চোখের সামনে দেখলেন ছেলের মৃত্যু, চোখের জলে ভাসলেন

Last Updated:

Hooghly News:মাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পান্ডুয়ার কিশোরের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ছেলের। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার খন্যানে। রবিবার বাড়ির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন মা, তাকেই বাঁচাতে দিয়ে তড়িতাদহ হয়ে মর্মান্তিক পরিণতি ঘটে অষ্টম শ্রেণীর এক ফুল পড়ুয়ার। মৃত ওই কিশোরের নাম অরিত্র ঘোষ। বছর ১৩ র ওই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারের লোকজনের মধ্যে।
প্রতীকী চিত্র 
প্রতীকী চিত্র 
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কিশোরের মা। মাকে বিদ্যুৎস্পৃষ্ঠ হতে দেখে, বাঁচানোর জন্য ছুটে আসে ছোট্ট অরিত্র। মাকে সরিয়ে দিয়ে বাঁচালেও পাশে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে অরিত্র। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তড়িঘরি বাড়ির লোক স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর দেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। এমন ঘটনায় শোকের ছায়া নামে পরিবার সহ গোটা এলাকায়।

advertisement

আরও পড়ুনKaram Puja: ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে উৎসব, ভাইদের জন্য বিশেষ পুজো বোনদের, চা বাগানে খুশির মেজাজ

এই বিষয়ে প্রতিবেশি সুকুর আলি সরকার বলেন,কিশোরের মা মিটার বক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।ছেলে দেখে তাকে বাঁচাতে যায়।মাকে বাঁচিয়ে দিলেও ছেলেকে ধরে নেয়।কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে যায়। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান,বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয় ওই কিশোর।পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতার রাস্তায় ৩৪ হাতির বিশাল দল, নজিরবিহীন নজরদারিতে রাজ্য সড়ক পার! আমজনতার স্বস্তি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mother-Son: মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মা বেঁচে গেলেন, চোখের সামনে দেখলেন ছেলের মৃত্যু, চোখের জলে ভাসলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল