রাজ্য সড়কে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সে জন্য প্রশাসনের তরফে বিশেষ পরিকল্পনা করা হয়। মানুষের জীবন ও হাতির নিরাপত্তা দু’দিকেই সমান গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছে বন দফতর। হাতির দলটি রাজ্য সড়ক পার হওয়ার সময় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একাধিক পুলিশকর্মী আগে থেকেই মোতায়েন ছিলেন। পাশাপাশি বন দফতরের আধিকারিক ও হুলা পার্টির সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: শখের বসে শেখা কাজ আজ সুপারহিট, বাজারে সারাবছর চাহিদা! ঘরে বসে টাকা কামানোর রাস্তা দেখাচ্ছেন গৃহবধূ
হাতির দল রাস্তা পার হওয়ার সময় সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়। কোনওরকম আতঙ্ক বা বিশৃঙ্খলা যাতে না ছড়ায়, সে বিষয়ে নজরদারি চালানো হয়। প্রশাসনের নির্দেশে ধৈর্য্য ও শৃঙ্খলার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটিই ছিল নিয়ন্ত্রিত ও পরিকল্পিত। বন দফতর ও পুলিশের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণভাবেই ৩৪টি হাতিকে রাজ্য সড়ক পার করানো সম্ভব হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় কোনও ধরনের হতাহতের খবর নেই। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে প্রশাসনের তৎপরতায়, এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ও সচেতনতার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষ। বন দফতর সূত্রে জানানো হয়েছে, হাতির গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। মানুষের নিরাপত্তার পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ দুই দিকেই গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।





