TRENDING:

South 24 Parganas News: চায়ের ঠেক, পাড়ার আড্ডায় 'সারপ্রাইজ ভিসিট' আইসি'র, টিম নিয়ে ঘুরছেন গ্রামে গ্রামে! বিলিয়ে দিচ্ছেন নিজের ফোন নম্বর

Last Updated:

South 24 Parganas News: জনসংযোগে জোর দিয়েছে বারুইপুর থানার পুলিশ। বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে পুলিশের বিশেষ টিম। নিজের নম্বর দিচ্ছেন আইসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,বারুইপুর, সুমন সাহা: বাইকে বারুইপুরের গ্রামে ঘুরছে পুলিশ, সমস্যা জানাতে দিচ্ছে ফোন নম্বরও।  জনসংযোগে জোর দিয়েছে বারুইপুর থানার পুলিশ। বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে পুলিশের বিশেষ টিম। নেতৃত্বে থাকছেন আইসি অর্ধেন্দুশেখর দে সরকার। বাইক থামিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তিনি।
গ্রামে ঘুরছে পুলিশ
গ্রামে ঘুরছে পুলিশ
advertisement

যে কোনও সমস্যা জানাতে থানা সহ নিজের ফোন নম্বরও দিচ্ছেন। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন গ্রামবাসীরা। স্থানীয়রা বলছেন, পুলিশ যদি অভিযোগ শুনতে কাছেই আসে, তাহলে পুলিশের প্রতি আমাদের আস্তা আরও অনেক বেশি বেড়ে যাবে। যেকোনও সমস্যার কথা খুলে বলা আরও অনেক সহজ হবে।  অনেকেই বলছেন, পুলিশ এভাবে কাছে আসায় অনেক সমস্যা সহজে জানানো যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: গড়বেতার রাস্তায় ৩৪ হাতির বিশাল দল, নজিরবিহীন নজরদারিতে রাজ্য সড়ক পার! এবার কোন দিকে গেল জেনে রাখুন

আর আইসি অর্ধেন্দুশেখর দে সরকার বলেন, গাড়ি করে গেলে জনসংযোগ করা যায় না। বাইকে করে গিয়ে যেমন অনেক মানুষের সঙ্গে কথা বলা যাচ্ছে, তেমনই পুলিশ যে মানুষের পাশে সবসময় রয়েছে, এই বার্তাও দেওয়া হচ্ছে। রোজ সন্ধ্যায় ৪-৫টি বাইকে পুলিশের টিম চলে যাচ্ছে বারুইপুর ব্লকের প্রত্যন্ত গ্রামে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতার রাস্তায় ৩৪ হাতির বিশাল দল, নজিরবিহীন নজরদারিতে রাজ্য সড়ক পার! আমজনতার স্বস্তি
আরও দেখুন

থানার আইসি-কে দেখে অনেকে এগিয়ে এসে নানা সমস্যার কথা জানাচ্ছেন। কোথাও বাইক টিম চায়ের দোকানেও চলে যাচ্ছে। সেখানে মানুষজনের কাছ থেকে এলাকা সম্পর্কে জানতে চাইছে পুলিশ। কোনও সমস্যা আছে কি না, তা জেনে খাতায় নথিবদ্ধও করে নেওয়া হচ্ছে। আইসি বলেন, বাইক নিয়ে গ্রাম শহরে যাওয়া চলবে। এর ফলে অনেকে ভয় না পেয়ে পুলিশের কাছে এসে অভাব অভিযোগ জানাতেও পারছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চায়ের ঠেক, পাড়ার আড্ডায় 'সারপ্রাইজ ভিসিট' আইসি'র, টিম নিয়ে ঘুরছেন গ্রামে গ্রামে! বিলিয়ে দিচ্ছেন নিজের ফোন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল