যে কোনও সমস্যা জানাতে থানা সহ নিজের ফোন নম্বরও দিচ্ছেন। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন গ্রামবাসীরা। স্থানীয়রা বলছেন, পুলিশ যদি অভিযোগ শুনতে কাছেই আসে, তাহলে পুলিশের প্রতি আমাদের আস্তা আরও অনেক বেশি বেড়ে যাবে। যেকোনও সমস্যার কথা খুলে বলা আরও অনেক সহজ হবে। অনেকেই বলছেন, পুলিশ এভাবে কাছে আসায় অনেক সমস্যা সহজে জানানো যাচ্ছে।
advertisement
আর আইসি অর্ধেন্দুশেখর দে সরকার বলেন, গাড়ি করে গেলে জনসংযোগ করা যায় না। বাইকে করে গিয়ে যেমন অনেক মানুষের সঙ্গে কথা বলা যাচ্ছে, তেমনই পুলিশ যে মানুষের পাশে সবসময় রয়েছে, এই বার্তাও দেওয়া হচ্ছে। রোজ সন্ধ্যায় ৪-৫টি বাইকে পুলিশের টিম চলে যাচ্ছে বারুইপুর ব্লকের প্রত্যন্ত গ্রামে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
থানার আইসি-কে দেখে অনেকে এগিয়ে এসে নানা সমস্যার কথা জানাচ্ছেন। কোথাও বাইক টিম চায়ের দোকানেও চলে যাচ্ছে। সেখানে মানুষজনের কাছ থেকে এলাকা সম্পর্কে জানতে চাইছে পুলিশ। কোনও সমস্যা আছে কি না, তা জেনে খাতায় নথিবদ্ধও করে নেওয়া হচ্ছে। আইসি বলেন, বাইক নিয়ে গ্রাম শহরে যাওয়া চলবে। এর ফলে অনেকে ভয় না পেয়ে পুলিশের কাছে এসে অভাব অভিযোগ জানাতেও পারছেন।






