South 24 Parganas News: চায়ের ঠেক, পাড়ার আড্ডায় 'সারপ্রাইজ ভিসিট' আইসি'র, টিম নিয়ে ঘুরছেন গ্রামে গ্রামে! বিলিয়ে দিচ্ছেন নিজের ফোন নম্বর

Last Updated:

South 24 Parganas News: জনসংযোগে জোর দিয়েছে বারুইপুর থানার পুলিশ। বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে পুলিশের বিশেষ টিম। নিজের নম্বর দিচ্ছেন আইসি।

গ্রামে ঘুরছে পুলিশ
গ্রামে ঘুরছে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা,বারুইপুর, সুমন সাহা: বাইকে বারুইপুরের গ্রামে ঘুরছে পুলিশ, সমস্যা জানাতে দিচ্ছে ফোন নম্বরও।  জনসংযোগে জোর দিয়েছে বারুইপুর থানার পুলিশ। বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে পুলিশের বিশেষ টিম। নেতৃত্বে থাকছেন আইসি অর্ধেন্দুশেখর দে সরকার। বাইক থামিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তিনি।
যে কোনও সমস্যা জানাতে থানা সহ নিজের ফোন নম্বরও দিচ্ছেন। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন গ্রামবাসীরা। স্থানীয়রা বলছেন, পুলিশ যদি অভিযোগ শুনতে কাছেই আসে, তাহলে পুলিশের প্রতি আমাদের আস্তা আরও অনেক বেশি বেড়ে যাবে। যেকোনও সমস্যার কথা খুলে বলা আরও অনেক সহজ হবে।  অনেকেই বলছেন, পুলিশ এভাবে কাছে আসায় অনেক সমস্যা সহজে জানানো যাচ্ছে।
advertisement
advertisement
আর আইসি অর্ধেন্দুশেখর দে সরকার বলেন, গাড়ি করে গেলে জনসংযোগ করা যায় না। বাইকে করে গিয়ে যেমন অনেক মানুষের সঙ্গে কথা বলা যাচ্ছে, তেমনই পুলিশ যে মানুষের পাশে সবসময় রয়েছে, এই বার্তাও দেওয়া হচ্ছে। রোজ সন্ধ্যায় ৪-৫টি বাইকে পুলিশের টিম চলে যাচ্ছে বারুইপুর ব্লকের প্রত্যন্ত গ্রামে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
থানার আইসি-কে দেখে অনেকে এগিয়ে এসে নানা সমস্যার কথা জানাচ্ছেন। কোথাও বাইক টিম চায়ের দোকানেও চলে যাচ্ছে। সেখানে মানুষজনের কাছ থেকে এলাকা সম্পর্কে জানতে চাইছে পুলিশ। কোনও সমস্যা আছে কি না, তা জেনে খাতায় নথিবদ্ধও করে নেওয়া হচ্ছে। আইসি বলেন, বাইক নিয়ে গ্রাম শহরে যাওয়া চলবে। এর ফলে অনেকে ভয় না পেয়ে পুলিশের কাছে এসে অভাব অভিযোগ জানাতেও পারছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চায়ের ঠেক, পাড়ার আড্ডায় 'সারপ্রাইজ ভিসিট' আইসি'র, টিম নিয়ে ঘুরছেন গ্রামে গ্রামে! বিলিয়ে দিচ্ছেন নিজের ফোন নম্বর
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement