Indian Railways: দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে কয়েকটি ট্রেন! বেড়াতে যাওয়ার মরশুমে জরুরি খবর
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian Railways: আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রাপথের কথা জানিয়েছে রেল। সাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। আপনার টিকিট কাটা থাকলে জেনে নিন...
advertisement
advertisement
ইস্ট কোস্ট রেলওয়েতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি এবার কান্তাপাড়া স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের জন্য বালেশ্বর থেকে ভুবনেশ্বর, বালেশ্বর থেকে ভদ্রক, খড়গপুর থেকে জাজপুর-কেওনঝড় রোড ট্রেন বিভিন্ন দিন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, খড়গপুর থেকে ভদ্রকগামী একটি মেমু ট্রেনেরও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।আজ ৮ ডিসেম্বর ৯ আগামী ১৪ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ট্রেন এই ক'দিন বালেশ্বর পর্যন্ত যাবে। ভদ্রক যাবে না। আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রাপথের কথা জানিয়েছে রেল। সাধারণের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।১২২০৭ কাঠগোদাম–জম্মু তাওয়াই (প্রতি মঙ্গলবার)বাতিল তারিখ: ৯, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর; ৩, ১০, ১৭ এবং ২৪ জানুয়ারি ৭, ১৪, ২১ এবং ২৮ ফেব্রুয়ারি।









