TRENDING:

Nadia News: গঙ্গা স্নানে এসে নাক-মুখ ঢাকা দিতে হচ্ছে পূর্ণ্যার্থীদের! খুব বাজে পরিস্থিতি

Last Updated:

বেশ কিছু মানুষজন স্নান করে ফেরার সময় দুর্গন্ধের তিক্ত অভিজ্ঞতা জানাচ্ছেন তাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: স্নানের ঘাট অপরিষ্কার! যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ, সমস্যায় পড়ছেন স্নান করতে আসা মানুষেরা। গঙ্গা তীরবর্তী শ্মশান অপরিষ্কার! পড়ে রয়েছে জীবজন্তুর জন্তুর পচা গলা অংশ। বছরের শুরুতে গঙ্গায় স্নান করতে অনেকেই আসেন। বেশ কিছু মানুষজন স্নান করে ফেরার সময় দুর্গন্ধের তিক্ত অভিজ্ঞতা জানাচ্ছেন তাদের। এমন ঘটনা শান্তিপুর গঙ্গা ঘাটে। তাদের দাবি, ঠিক মত সাফাই করা হয়নি ঘাট তার ফলেই এই দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এই সমস্ত নোংরা আবর্জনা থেকে হতে পারে কঠিন রোগও এমনটাই অভিযোগ তাদের!
advertisement

যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক জানান, গত সাত দিন ধরে গঙ্গাঘাটে সতর্কতামূলক পোস্টার এবং গঙ্গায় লাল নিশান দিয়ে গভীরতা প্রসঙ্গে মানুষকে সচেতন করা হয়েছে। তবে গঙ্গার ঘাটে যদি কেউ পরবর্তীতে বস্তা ফেলে চলে যায়, তার মধ্যে কি রয়েছে সেটা দেখা সম্ভব নয়। তবে বিষয়টি জানা যাওয়ার পরই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: ফেলে দেওয়া ছিটকাপড় দিয়ে তৈরি হচ্ছে তুলো! ব্যতিক্রমী এই কাজে প্রচুর কর্মসংস্থান, জানলে অবাক হবেন!

অপরদিকে পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান, মানুষের সচেতনতার অভাব। ইতিমধ্যে পৌরসভা সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে গঙ্গাঘাটে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং যাতে গঙ্গার জলে বেশি না চলে যায় সে ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ এবং সতর্কীকরণ বোর্ড বসানো হয়েছে। রয়েছে ডাস্টবিন, কিন্তু সচেতনতার অভাবেই হয়তো পার্শ্ববর্তী শ্মশানে এসে ক্ষৌকার্য করা হয় এখানে। যদিও জানা যায় এই ঘটনা শোনা মাত্রই পৌরসভার সাফাই কর্মীরা তৎক্ষণাৎ দিয়ে ওই জায়গাটি পরিষ্কার করে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: গঙ্গা স্নানে এসে নাক-মুখ ঢাকা দিতে হচ্ছে পূর্ণ্যার্থীদের! খুব বাজে পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল