জানা যাচ্ছে, শুক্রবার রাতে সকল দোকানদার নিজেদের দোকান রাত দশটার মধ্যে বন্ধ করে বাড়ি চলে যান। এরপরেই হানা দেয় চোরের দল। চুরির ঘটনার সময় সিসি ক্যামেরায় দেখা যায়, রাত আনুমানিক ২টো-আড়াইটে নাগাদ মার্কেটের ভিতর তাণ্ডব চালাচ্ছেন একজন ব্যক্তি। সব সিসি ক্যামেরা ভেঙে পরপর দু’টি দোকানে চুরি করে পালিয়ে যায় চোরের দল।
advertisement
মার্কেটে ঢুকতেই প্রথমে একটি সোনার দোকানের কলাপসিবল গেট এবং শাটার ভেঙে ৪০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপো সহ আনুমানিক প্রায় ১ লক্ষ টাকা নগদ অর্থ এবং দোকানে থাকা সিসি ক্যামেরার ডিভাইস চুরি করে নেয় চোরের দল। এরপর পাশে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে থাকা প্রায় ৭৫ হাজার টাকা নগদ এবং সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে পালায় চোরের দল।
শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার কথা জানতে পেরে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। আশেপাশের সিসি ক্যামেরা সহ বিভিন্ন জায়গার সিসিটিভি খতিয়ে দেখে চোরের দলকে খোঁজা হচ্ছে।
