TRENDING:

Indian Railway: বিনা টিকিটের যাত্রী ধরার অভিযান হাওড়া স্টেশনে

Last Updated:

হাওড়া স্টেশনে ম্যাজিস্ট্রেট কর্তৃক টিকিট চেকিং অভিযান পরিচালিত করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া স্টেশনে ম্যাজিস্ট্রেট কর্তৃক টিকিট চেকিং অভিযান পরিচালিত করা হল। টিকিট সংক্রান্ত শৃঙ্খলা জোরদার করতে এবং রেলের নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করার জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশন হাওড়া স্টেশনে একটি ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান পরিচালনা করে। এই অভিযানটির নেতৃত্বে ছিলেন রেলওয়ে ম্যাজিস্ট্রেট এবং তাকে সহায়তা করেন একটি বিশেষ এনফোর্সমেন্ট দল, যেখানে ৫২ জন টিকিট পরীক্ষক (টিটিই), ৭ জন আরপিএফ কর্মী এবং ১ জন জিআরপিএফ কর্মী ছিলেন, যা অভিযানের সময় কার্যকর এবং সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করে।
News18
News18
advertisement

অভিযান চলাকালীন, মোট ৫৭২টি টিকিট সংক্রান্ত অনিয়মের ঘটনা শনাক্ত করা হয়। এর মধ্যে ছিল ৩৯৯টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ১৬৩টি টিকিট ছাড়া মালপত্র বহনের ঘটনা এবং ১০টি স্টেশন চত্বরে আবর্জনা ফেলার ঘটনা। রেলের বিদ্যমান নিয়ম অনুযায়ী সকল অপরাধীকে জরিমানা করা হয়, যা রেল চত্বরে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বকে পুনরায় নিশ্চিত করে।

advertisement

আরও পড়ুন: চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ! দাউ দাউ করে জ্বলল আগুন, জখম ৪

এই অভিযানটি রাজস্ব ফাঁকি রোধ, দায়িত্বশীল ভ্রমণকে উৎসাহিত করা এবং একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল স্টেশন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে হাওড়া ডিভিশনের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।

পূর্ব রেলের হাওড়া ডিভিশন সকল যাত্রীদেরকে সঠিক ও বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে এবং কোনো অসুবিধা ও জরিমানা এড়াতে রেলের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছে। প্রকৃত যাত্রী এবং নিরাপদ, সুশৃঙ্খল রেল ভ্রমণের স্বার্থে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

advertisement

আরও পড়ুন: ৫ দিন পর থেকেই বাম্পার লাভ ৪ রাশির! সূর্য-অরুণের মিলনে শক্তিশালী নবপঞ্চম রাজযোগ, সুখের সাগরে ভাসবে, টাকার বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহাসিক জঙ্গলের অনিশ্চিত বর্তমান! অবহেলা-আইনি জটে বিলুপ্তির পথে সাপ নিকলা ফরেস্ট
আরও দেখুন

রেলের কাছে অভিযোগ আসছিল হাওড়া ডিভিশনের বহু যাত্রী তারা নজর এড়িয়ে বিনা টিকিটে যাতায়াত করছেন। এর মধ্যে অনেকেই আছেন যারা সরাসরি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্টেশনে চলে আসছেন। তাই একাধিক জায়গায় টিকিট পরীক্ষকরা ছড়িয়ে ছিটিয়ে থেকে এই বিশেষ অভিযান চালান। প্রসঙ্গত কিছুদিন আগেই হাওড়া ডিভিশনের একাধিক রেল আধিকারিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাংশন স্টেশনে গিয়ে বিনা টিকিটের যাত্রী ধরার অভিযান চালিয়েছিলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: বিনা টিকিটের যাত্রী ধরার অভিযান হাওড়া স্টেশনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল