Vande Bharat: সন্ধ্যায় যাত্রা শুরু, সকালেই গন্তব্যে! হাওড়া থেকে সোজা কামাখ্যা, চালু হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Ankita Tripathi
Last Updated:
রাতের ভ্রমণে নতুন যুগ৷ হাওড়া ও কামাখ্যার মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া এবং কামাখ্যা স্টেশনের মধ্যে চলাচল শুরু করতে চলেছে, যা দূরপাল্লার রেলযাত্রার ক্ষেত্রে একটি বড় মাইলফলক।
রাতের ভ্রমণে নতুন যুগ৷ হাওড়া ও কামাখ্যার মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া এবং কামাখ্যা স্টেশনের মধ্যে চলাচল শুরু করতে চলেছে, যা দূরপাল্লার রেলযাত্রার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। এই মর্যাদাপূর্ণ ট্রেনটি পশ্চিমবঙ্গ এবং আসামের নয়টি জেলার ওপর দিয়ে যাবে এবং এই গুরুত্বপূর্ণ করিডোরে যাত্রীদের জন্য একটি দ্রুত, নিরাপদ ও আরও আরামদায়ক রাতের ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে।
হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটি রাতে চলাচল করবে, যা সন্ধ্যায় শুরু হয়ে সকালে শেষ হবে। এতে ১৬টি কোচ থাকবে, যার মধ্যে ১১টি ৩-টিয়ার এসি কোচ, ৪টি ২-টিয়ার এসি কোচ এবং ১টি প্রথম শ্রেণির এসি কোচ থাকবে। ট্রেনটির মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন, যার মধ্যে ৩-টিয়ার এসিতে ৬১১টি বার্থ, ২-টিয়ার এসিতে ১৮৮টি বার্থ এবং প্রথম শ্রেণির এসিতে ২৪টি বার্থ রয়েছে, যা যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের থাকার বিকল্প নিশ্চিত করে।
advertisement
advertisement
অত্যাধুনিক প্রযুক্তি এবং যাত্রী-কেন্দ্রিক বৈশিষ্ট্য নিয়ে ডিজাইন করা বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে উন্নত নিরাপত্তা ও নজরদারির জন্য সেন্সর-ভিত্তিক ইন্টারকমিউনিকেশন দরজা, শেষ প্রান্তের দেয়ালে ফায়ার ব্যারিয়ার দরজা এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে। রাউটার এবং অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্কের মাধ্যমে ওয়াই-ফাই সংযোগ, ভ্যাকুয়াম ইভাকুয়েশন টয়লেট, প্রশস্ত লাগেজ রাখার জায়গা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ বার্থ ও টয়লেটের মতো সুবিধা দিয়ে যাত্রীদের আরাম আরও বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণির এসি কোচগুলিতে অতিরিক্তভাবে গরম জলের সাথে শাওয়ারের সুবিধাও রয়েছে, যা দীর্ঘ যাত্রায় প্রিমিয়াম আরাম প্রদান করে।
advertisement
এর আধুনিক ডিজাইন এবং উন্নত অনবোর্ড সুযোগ-সুবিধা-সহ, হাওড়া এবং কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রবর্তন দূরপাল্লার রেল ভ্রমণ, যাত্রীদের আরাম এবং বিশ্বমানের পরিষেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেল আধিকারিকরা জানাচ্ছেন বিমানের সাথে পাল্লা দিয়ে চলার জন্য এই ট্রেন সেটের নকশা ডিজাইন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2026 2:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vande Bharat: সন্ধ্যায় যাত্রা শুরু, সকালেই গন্তব্যে! হাওড়া থেকে সোজা কামাখ্যা, চালু হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস








