TRENDING:

Rice Price Hike: বাঙালির দুপুরের ভাতেও এবার থাবা, হু হু করে দাম বাড়ছে চালের, কালোবাজারিতে বাজার গরম

Last Updated:

Rice Price Hike: বাজারে ক্রমশ বাড়ছে বাঙালির প্রিয় ভাতের উপকরণ চালের দাম, কী বলছেন ব্যবসায়ীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: আগের তুলনায় কিছুটা হলেও বেড়েছে বাঙালির প্রিয় ভাতের উপকরণ, চাল এর দাম। খোলা বাজারে এখনও অনেক ক্ষেত্রেই কালো বাজারি হচ্ছে সেই চাল, ফলে মূল্যবৃদ্ধি হচ্ছে ক্রমেই বলছেন খুচরো বিক্রেতারা। তবে জেলার অন্যতম চাল বাজার হাবরার চাল পট্টির ব্যবসায়ীরা অবশ্য বলছেন অন্য কথা। মূলত ধানের দাম বেশি ফলে ৫২-৫৩ টাকা যাচ্ছে চাল। এর পাশাপাশি বাইরে রফতানি হয়ে যাওয়ার কারণে চালের চাহিদা অনুযায়ী যোগান মিলছে না।
advertisement

ফলে ক্রেতাদের ৫৫ থেকে ৫৬ টাকার নিচে চাল বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। বড় বড় ব্যবসায়ীরা কালো বাজারি করে চাল স্টকে রেখে দাম বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন বলে অনুমান, হাবরার ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা। ফলে ক্রেতারাও যেন মূল্য বৃদ্ধিতে মুখ ফেরাচ্ছে এই চাল ব্যবসায়ীদের থেকে।

advertisement

চালের দাম বাড়ছে

এমন পরিস্থিতিতে বহু চাল ব্যবসায়ী সমস্যার সম্মুখীন। তবে বড় চাল ব্যবসায়ীরা বলছেন, কালো বাজারির ব্যাপার নেই। কেউই স্টক করে টাকা আটকে রাখতে চায় না। মালের যোগান কম থাকার কারণেই চড়া দাম।

আরও পড়ুন – Big Size Begun: গাছ ভরে গেছে বেগুনে-বেগুনে, এক এক ফুটের ইয়া লম্বা বেগুন, চাষি দেদার খুশ

advertisement

সেক্ষেত্রে ৪৮ থেকে ৫২ থেকে ৫৩ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে চাল। তবে সাধারণ মানুষজন ভালকোয়ালিটির চাল খুঁজে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে ৫২ বা ৫৩ টাকার চাল মানুষ নিচ্ছে বলেও জানান হাবরা বাজারের চাল ব্যবসায়ীরা। তবে অতীতের মত ৪০ – ৪৫ টাকার চাল বর্তমানে নেই। প্রায় চার পাঁচ টাকা অধিক বেড়েছে চালের দাম। আবহাওয়া সমস্যার কারণে ধান থেকে চাল উৎপন্ন হতেও সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের নানা সমস্যার কারণেই চালের দাম ঊর্ধ্বমুখী।

advertisement

তবে হাবরা বাজার এলাকায় হচ্ছে না কালোবাজারি জোর গলায় জানালেন অনেক ব্যবসায়ী। মালের আমদানিও রয়েছে, তবে বাজার প্রত্যাশা অনুযায়ী না চলায় অনেকে মাল অল্প পরিমাণে তুলছেন। তবে চালের মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্তের কপালে ভাঁজ কিন্তু ক্রমশ হচ্ছে জটিল।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rice Price Hike: বাঙালির দুপুরের ভাতেও এবার থাবা, হু হু করে দাম বাড়ছে চালের, কালোবাজারিতে বাজার গরম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল