Big Size Begun: গাছ ভরে গেছে বেগুনে-বেগুনে, এক এক ফুটের ইয়া লম্বা বেগুন, চাষি দেদার খুশ

Last Updated:

Big Size Begun: ১৩ ফুটের বেগুন গাছ, ফলেছে গাছ ভর্তি বেগুন, অবাক করে দিলেন নদিয়া কৃষক

+
বেগুন

বেগুন এক ফুটের গাছ থেকে ঝুলছে

: ১৩ ফুটের বেগুন গাছ, তাতে ধরেছে এক ফুটের বেগুন। সাধারণত বেগুন গাছ হয় এক থেকে দুই ফুটের। সেখানে নদিয়ার মাজদিয়ার টুঙ্গি গ্রামে নিজের বাড়িতেই এক কৃষক ফলিয়েছেন ১৪ ফুটের বেগুন গাছ। যাতে ধরেছে এক থেকে দেড় ফুট সাইজের অসংখ্য বেগুন। বেগুন অত্যন্ত লাভ দায়ক এবং অর্থকরী একটি ফসল।
বাঙালি পাতে সারা বছরই বেগুনের কোনো না কোনো তরকারি থাকে। বাংলার পাশাপাশি নদীয়া জেলাতেও বিভিন্ন জায়গায় বেগুনের চাষ করেন কৃষকেরা।
advertisement
অনেকের শখ করে এই সমস্ত গাছ নিজের বাড়িতেও লাগান।
advertisement
অনেকের শখ করে এই সমস্ত গাছ নিজের বাড়িতেও লাগান।
ঠিক এমনই খানিকটা শখের বসেই নদিয়ার টুঙ্গী গ্রামের এক কৃষক নিজের বাড়িতে লাগিয়েছিলেন একটি বেগুন গাছ। আমরা সাধারণত জানি বেগুন গাছের উচ্চতা সর্বোচ্চ তিন থেকে চার ফুটের হতে পারে।
তবে ব্যতিক্রম ওই কৃষকের বেগুন গাছ। নিজের বাড়ির চাল ছাড়িয়ে বর্তমানে ওই বেগুন গাছের উচ্চতা প্রায় ১৪ ফুট। এবং তাতে হয়েছে অসংখ্য বেগুন। পরিমান মত সার জল ও পরিচর্যা করেই কৃষকের এই বেগুন গাছ পরিপূর্ণ হয়েছে বলেই জানান তিনি।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big Size Begun: গাছ ভরে গেছে বেগুনে-বেগুনে, এক এক ফুটের ইয়া লম্বা বেগুন, চাষি দেদার খুশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement