TRENDING:

রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর! শিয়ালদহ শাখায় দ্বিগুণ হল ট্রেনের গতিপথ, বাঁচবে সময়?

Last Updated:

Indian Railways: এই শাখায় এবার উচ্চ গতির এই নতুন পালক যুক্ত হল বলেই মনে করছেন যাত্রীরা। এরই পাশাপাশি লোকাল ট্রেন যাত্রা আরও নিরাপদ ও কার্যকারি হবে বলেই দাবি রেলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উওর ২৪ পরগনা: শিয়ালদহ-বনগাঁ শাখায় এবার দ্বিগুণ হল লোকাল ট্রেনের গতিপথ! গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় মেগা ব্লকের মাধ্যমে রেললাইন সংস্কারের ফলে এবার ৫০ কিমি ঘন্টার পরিবর্তে এবার থেকে ১১০ কিমি/ঘণ্টায় আপগ্রেড করা হল বলেই জানা গিয়েছে রেলের তরফে।
ট্রেন লাইনের কাজ
ট্রেন লাইনের কাজ
advertisement

আরও পড়ুন- ট্রেনের AC কামরায় চড়েছিলেন দম্পতি, সন্তানদের সামনে এ কী ‘নোংরামি’…! রেলকর্মীরা দেখে ফেলতেই…ছিঃ!

আরও পড়ুন- ট্রেনে বসে দাপটের সঙ্গে কথা বলছিলেন ‘অফিসার’, TTE এসে জিজ্ঞেস করলেন ‘আপনি কে…?’ এর পরই সাংঘাতিক কাণ্ড!

ফলে এই শাখায় এবার উচ্চ গতির এই নতুন পালক যুক্ত হল বলেই মনে করছেন যাত্রীরা। এরই পাশাপাশি লোকাল ট্রেন যাত্রা আরও নিরাপদ ও কার্যকারি হবে বলেই দাবি রেলের।

advertisement

এক রাতেই মেগা ব্লকের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয়। শিয়ালদহ ডিভিশনের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন (S&T) এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (TRD) বিভাগ একত্রে এই কাজ করে নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজটি সম্পন্ন করে। ডিআরএম শিয়ালদহ দীপক নিগমের নেতৃত্বে প্রায় ৪০০-রও বেশি কর্মী, আধুনিক ট্র্যাক মেশিন, টাওয়ার ওয়াগন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করে। ঠিক কি কি কাজ করা হল!

advertisement

৩ দিন প্রথম স্ত্রীকে, তারপর দ্বিতীয় স্ত্রীকে…! আর একদিন ‘ছুটি’ পান স্বামী…দাম্পত্যের অবাক ‘ভাগ’ প্রকাশ্যে!

আরও পড়ুন- ঘণ্টায় ৩৮,০০০ কিমি…! ধেয়ে আসছে ‘মহাপ্রলয়’! ধ্বংস হবে বহু শহর…ভারতও ‘গুঁড়ো’ হয়ে যাবে?

গোবরডাঙ্গা স্টেশন এলাকার ৫০০ মিটার বাঁকা ট্র্যাক পয়েন্ট সোজা করা হয়েছে, যা ট্রেনের গতি ও যাত্রার গুণগত মান উন্নত করবে। নতুন ট্র্যাক অ্যালাইনমেন্টের জন্য ১০টি ওভারহেড ইকুইপমেন্ট (OHE) মাস্ট স্থানান্তরিত করা হয়েছে। সিগন্যালিং সিস্টেমের উন্নতির জন্য পয়েন্ট জংশন বক্স, ডিসি ট্র্যাক সার্কিট বন্ড এবং ৬টি গ্লু জয়েন্ট স্থানান্তর করা হয়।

advertisement

আরও পড়ুন- মটরশুঁটির সময় শেষ! তবু সারা বছর ধরে টাটকা, মিষ্টি ‘শুঁটি’ থাকবে ঘরেই, করুন এই ‘ছোট্ট’ কাজ…!

এরই সঙ্গে ট্রেন চলাচল আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে ১১ মিটার ট্র্যাক স্থানান্তর করা হয়। এরসঙ্গে, ওই শাখায় চাঁদপাড়া স্টেশনে প্ল্যাটফর্ম এর দু নম্বর লাইনে ডীপ স্ক্রিনিং করে জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হয়। দত্তপুকুর – বিড়া স্টেশন সংলগ্ন এলাকাতেও চলে সংস্কারের কাজ। এই শাখায় ১০টি ক্যান্টিলিভারের পারিওডিক ওভারহল (POH) করা হয়েছে।

advertisement

পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার, মিলিন্দ কে. দেউসকর, গোবরডাঙা মেগা ব্লকের এই আধুনিকীকরন কে রেলের সাফল্য বলেই দেখছেন। তিনি বলেন, এটি যাত্রীদের নিরাপদ, দ্রুত ও আরামদায়ক ট্রেন যাত্রা নিশ্চিত করবে। ফলে বনগাঁ শিয়ালদহ শাখায় এই সংস্কারের কাজ আগামী দিনে দ্রুত গতির লোকাল ট্রেন যাত্রা সহ নিরাপদ যাত্রী পরিষেবা দিতে সক্ষম হবে। গন্তব্যে পৌঁছতে বাঁচবে সময়।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর! শিয়ালদহ শাখায় দ্বিগুণ হল ট্রেনের গতিপথ, বাঁচবে সময়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল