TRENDING:

Rash Utsav: বাঁকুড়ার রাসতলায় ১৭০ বছরের রাস মন্দিরে বিরাট আয়োজন! রাসযাত্রা উপলক্ষে ৩ দিন ধরে পুজো, আরতি, একবার হলেও ঘুরে আসুন

Last Updated:

Bankura Rash Utsav: বাঁকুড়ার রাসতলার রাধা দামোদরচন্দ্র জিউর রাস উৎসব উপলক্ষে আলোক মালায় সাজলো ১৭০ বছরেরও প্রাচীণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রাস মন্দির। তিন দিন ধরে হাজারো দর্শনার্থীর আগমন ও নানা অনুষ্ঠান চলবে এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: বাঁকুড়ার রাসতলার রাধা দামোদর চন্দ্র জিউর রাস উৎসব উপলক্ষে আলোক মালায় সাজলো একশো সত্তর বছরেরও প্রাচীণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রাস মন্দির।
বাঁকুড়ার রাসতলার রাধা দামোদরচন্দ্র জিউর রাস উৎসব
বাঁকুড়ার রাসতলার রাধা দামোদরচন্দ্র জিউর রাস উৎসব
advertisement

সময়টা ঊনবিংশ শতকের মাঝামাঝি, তৎকালীন বাঁকুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী নবীনচন্দ্র দত্ত স্বপ্নাদেশ পেয়ে দ্বারকেশ্বর নদী থেকে একটি শালগ্রাম শিলা উদ্ধার করেন। বাড়ির কাছেই সত্যপীর তলায় পুজো শুরু হয়। পরে ১৮৫৪ সাল নাগাদ ব্যবসার সূত্রে কলকাতা গিয়ে রানি রাসমনির তৈরি দক্ষিণেশ্বর মন্দির দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। বাড়ি ফিরে তৎকালীন তালডাংরা রোড ও বাঁকুড়া বনপুকুর রোডের সংযোগস্থলে বর্তমান সময়ের রাসতলায় জায়গা কিনে শুরু করেন মন্দির তৈরির কাজ।

advertisement

আরও পড়ুনঃ এ যেন খাজা-বাতাসার পাহাড়! বোল্লা পুজোয় নাওয়া-খাওয়া ভুলে ভোগ তৈরিতে ব্যস্ত কারিগরেরা, ৪ দিনের মেলার আগে মহাযজ্ঞ

১৮৫৫ সালের ২৩ নভেম্বর কার্তিক পূর্ণিমার দিন এক চালা দক্ষিণেশ্বর মন্দিরের অদলে সুদৃশ্য মন্দির তৈরি করে রাধা দামোদর চন্দ্র জিউর মূর্তি প্রতিষ্ঠা করে শুরু হয় পুজো। রাস মন্দিরের নাম অনুসারে এলাকার নামকরণ হয় রাসতলা।

advertisement

রাস উৎসব উপলক্ষে আলোক মালায় সেজেছে মন্দির। প্রথম দিন আদি রাসের দিন সন্ধ্যায় ঢাকঢোল সহযোগে নগর কীর্তণ পরিক্রমা। রাধা দামোদরচন্দ্রকে সত্যপীর তলার মূল মন্দির থেকে রাস মন্দিরে আনা হয়। পুজোপাঠ শেষে তাঁকে মূল মন্দিরে পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় দিন অর্থাৎ মধ্যরাস দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন থাকে, সন্ধ্যায় মূল মন্দির থেকে রাধা দামোদরচন্দ্রকে রাস মন্দিরে এনে সন্ধ্যারতির পর ফের মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ রাধাকৃষ্ণের প্রেমের উৎসবে নবদ্বীপ, শান্তিপুরে জনসমুদ্র! রাসযাত্রায় দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসনের একগুচ্ছ পদক্ষেপ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে ঘুরে আসুন চিলাপাতা, কোন স্টেশনে নামলে সুবিধা? কী কী ঘুরে দেখবেন? যাওয়ার আগে জানুন
আরও দেখুন

তৃতীয় অর্থাৎ শেষ অন্তরাস দিবসে প্রভূকে ৫১ ভোগ নিবেদন করা হয়। তিন দিন ধরে চলা রাস উৎসব উপলক্ষে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী প্রাচীন এই রাস মন্দির দর্শনে আসেন। উৎসবের দিনগুলি নানান ধরণের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রাচীন রাস উৎসব উপলক্ষে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rash Utsav: বাঁকুড়ার রাসতলায় ১৭০ বছরের রাস মন্দিরে বিরাট আয়োজন! রাসযাত্রা উপলক্ষে ৩ দিন ধরে পুজো, আরতি, একবার হলেও ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল