Dooars Tourism: শীতে ঘুরে আসুন চিলাপাতা, কোন স্টেশনে নামলে সুবিধা? কী কী ঘুরে দেখবেন? যাওয়ার আগে জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Dooars Tourism: আলিপুরদুয়ার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতাতে বেড়াতে এসেছেন। কিন্তু শুধু জঙ্গল সাফারি করেই বেরিয়ে যাচ্ছেন। আশেপাশের জায়গাগুলি সম্পর্কে জানেন না। এবারে চিলাপাতা বেড়াতে এলে তৈরি করুন লিস্ট। অবশ্যই ঘুরে দেখবেন চিলাপাতা লাগোয়া এই স্থানগুলি।
চিলাপাতা, অনন্যা দে: আলিপুরদুয়ারের অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতাতে বেড়াতে এসেছেন। কিন্তু শুধু জঙ্গল সাফারি করেই বেরিয়ে যাচ্ছেন। আশেপাশের জায়গাগুলি সম্পর্কে জানেন না। এবারে চিলাপাতা বেড়াতে এলে তৈরি করুন লিস্ট। অবশ্যই ঘুরে দেখবেন চিলাপাতা লাগোয়া এই স্থানগুলি। চিলাপাতা আসতে হলে সবচেয়ে সহজ রুট হাসিমারা থেকে। হাসিমারা স্টেশন থেকে গাড়ি ভাড়া করে জাতীয় সড়ক ধরে মালঙ্গি লজের সামনের রাস্তা ধরে আধ ঘণ্টায় পৌঁছন যায় চিলাপাতা।
শুধু জঙ্গল ঘুরে মন ভরছে না। চাই আরও অ্যাডভেঞ্চার, রহস্যের উন্মোচন করতে মন চায় আপনার সব সময়। তাহলে চিলাপাতার জঙ্গল বেড়াতে এসে নল রাজার গড় হয়ে উঠবে আপনাদের কেন্দ্রবিন্দু।যদিও সম্পূর্ণ গড় ঘুরে দেখতে পারবেন না আপনি। কারণ সংস্কারের কাজ বাকি। তবে গড়ের প্রবেশ দ্বার, উঁচু পাঁচিল দেখতে পাবেন। গড় সংলগ্ন এলাকায় একটি ঝিল দেখতে পাবেন, যা ইতিহাসের ধারক, বাহক।
advertisement
আরও পড়ুনঃ লাল কাঁকড়ার লুকোচুরি, কলকাতার কাছেই ভার্জিন সমুদ্র সৈকতে ঘুরে আসুন, সঙ্গীর সঙ্গে জমবে প্রেম
advertisement
ঐতিহাসিকদের মতে, নল রাজার গড় একটি প্রাচীন পুরাত্বিক স্থাপনা। জঙ্গল সাফারির সময় গাইড আপনাকে দেখাবে এই স্থানটি। চিলাপাতা এলাকাতেই রয়েছে বানিয়া নদী। শীতের দিনে এই এলাকায় পিকনিক হয়। চিলাপাতা জঙ্গল সাফারি পয়েন্ট থেকে ৭০০ মিটার দূরেই রয়েছে এই নদী। দু’দিকে জলদাপাড়ার জঙ্গল, আর তার মাঝ বরাবর বয়ে গিয়েছে বানিয়া নদী। বিকেল হলেই এই নদীতে জল খেতে আসে গন্ডার, হাতি, বাইসন-সহ অন্যান্য বন্যজন্তুরা।
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুরবাসীদের জন্য সুবর্ণ সুযোগ! মোটা মাইনে, অনেক শূন্যপদে নিয়োগ! আজই আবেদন করুন
সন্ধ্যাবেলায় চিলাপাতা পয়েন্টর সামনে উপভোগ করতে পারবেন রাভা বস্তির মহিলাদের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। তাঁদের হাতের খাবার খাওয়ার সুযোগ পাবেন। বন্যপ্রাণীদের আরও কাছ থেকে দেখতে হলে চিলাপাতা থেকে দেড় কিলোমিটার পথ পেরিয়ে আসতে হবে কোদালবস্তিতে। এখানে সিসি লাইন থেকে দেখা যাবে কাছ থেকে বন্য প্রাণীদের।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
November 06, 2025 8:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dooars Tourism: শীতে ঘুরে আসুন চিলাপাতা, কোন স্টেশনে নামলে সুবিধা? কী কী ঘুরে দেখবেন? যাওয়ার আগে জানুন
