South Dinajpur: এ যেন খাজা-বাতাসার পাহাড়! বোল্লা পুজোয় নাওয়া-খাওয়া ভুলে ভোগ তৈরিতে ব্যস্ত কারিগরেরা, ৪ দিনের মেলার আগে মহাযজ্ঞ
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South Dinajpur: আগামী ৭ নভেম্বর থেকে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামে শুরু হবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ কালীপুজো ও চার দিনব্যাপী মেলা। এই পুজোর বিশেষত্ব হল, এখানে মায়ের ভোগে দেওয়া হয় চিনির তৈরি বাতাসা অথবা কদমা।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: প্রথা অনুযায়ী রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ আগামী ৭ নভেম্বর থেকে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামে শুরু হবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ কালীপুজো ও চার দিনব্যাপী মেলা। বোল্লা মায়ের পুজো ও মেলা ঘিরে এবছর মিষ্টান্ন ব্যবসায়ীদের বাজার চাঙ্গা। মেলা উপলক্ষে বোল্লাতে মজুত হচ্ছে কুইন্টাল কুইন্টাল ভোগের বাতাসা।
দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের ছটি জেলার মধ্যে সবথেকে বড় মেলা হিসেবেই পরিচিত বোল্লা কালীর মেলা। এই পুজোর বিশেষত্ব হল, এখানে মায়ের ভোগে দেওয়া হয় চিনির তৈরি বাতাসা অথবা কদমা। শুক্রবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তরা আসবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। থেকে এমনকি রাজ্যের বাইরে ও বাংলাদেশ থেকেও আসেন ভক্তরা। পূর্ণার্থীরা এই পুজোয় মায়ের পছন্দের ভোগ হিসেবে নিবেদন করেন চিনির তৈরি বাতাসা।
advertisement
আরও পড়ুনঃ মালদহের ফল চাষিদের জন্য সুখবর! উন্নত প্রজাতির গাছের চারা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে, ২টি নথি দেখালেই হাতে পাবেন চারাগাছ
মেলা কমিটির হিসাব অনুযায়ী, প্রতি বছর ১০০০ থেকে ১২০০ কুইন্টাল বাতাসা বিক্রি হয় এই মেলায়। এবারেও প্রচুর ভক্তের সমাগম হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাই এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে বোল্লা মেলা চত্বরে। বাতাসার পাশাপাশি নানা ধরনের ডিজাইনের কদমা, লাড্ডু-সহ নানা মিষ্টান্ন ভোগ প্রস্তুত করছেন ব্যবসায়ীরা।
advertisement
advertisement
বাতাসার এক কারিগর জানান, সারা বছরে তাঁরা একটাই মেলা করে। শ্যামা পুজোর পরেই বোল্লা মেলা চত্বরে আসেন। এরপরেই জোরকদমে কাজ চলতে থাকে। তবে ছটপুজোর জন্য চিনির গাড়ি আসতে কয়েকদিন দেরি করেছে। সেই ঘাটতি মিটিয়ে দিনরাত কাজ করছেন কারিগরেরা।
আরও পড়ুনঃ রাসপূর্ণিমায় রাধা-কৃষ্ণের চরণে অকৃত্রিম রাসফুল! কেবল শোলা আর কাগজেই রঙিন পুষ্পের বাহার, দামও খুব সামান্য
জানা গিয়েছে, পুজোর কয়েক দিনে কয়েক হাজার কুইন্টাল বাতাসা বিক্রি হয়। জেলা-সহ বাইরে থেকে বাতাসা বিক্রেতারা বোল্লা মেলায় পসরা সাজিয়ে বসেন। পুজোয় যে পরিমাণ বাতাসার চাহিদা থাকে, তা অন্য জায়গা থেকে একবারে নিয়ে আসা সম্ভব হয় না। তাই দিনরাত এক করে তৈরি করা হয় হরেক রকম বাতাসা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজোর মধ্যে অন্যতম বাতাসা ভোগের জোগান স্বাভাবিক রাখতে আগেভাগেই বোল্লায় চলে আসেন মিষ্টির কারিগররা। প্রায় একমাস আগে থেকে বোল্লায় কারখানা করে থাকেন মালদহের কারিগররা। তৈরি করছেন ভোগের বাতাসা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Nov 05, 2025 4:04 PM IST






